Oscar 2023

অস্কার জয়ের আড়ালে কি ব্রাত্য রাম চরণ ও জুনিয়র এনটিআর, কী বললেন দুই অভিনেতা?

‘নাটু নাটু’র জনপ্রিয়তার নেপথ্যে রয়েছেন রাম চরণ এবং জুনিয়র এনটিআর। অস্কার জয়ের পর তাঁরা কী বললেন?

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৫:৫০
Ram Charan and NTR Jr. reacts after Naatu Naatu song won in 95th Academy Awards

অস্কারের মূল অনুষ্ঠান শুরুর আগে পরিচালক এস এস রাজামৌলির সঙ্গে জুনিয়র এনটিআর এবং রামচরণ। — ফাইল চিত্র।

৯৫তম অস্কারের মঞ্চে সেরা সঙ্গীত বিভাগে পুরস্কৃত হল ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’। মঞ্চে পুরস্কার নিতে ওঠেন ছবির সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণী এবং ‘নাটু নাটু’র গীতিকার চন্দ্র বোস। সারা দেশে এই জয়ে খুশি। তবে ভুলে গেলে চলবে না এই গানের জনপ্রিয়তার পিছনে রয়েছে ছবির দুই অভিনেতা রাম চরণ এবং জুনিয়র এনটিআর-এর অনবদ্য নাচ। তাঁরা কি কিছুটা ব্রাত্যই থেকে গেলেন? উঠছে প্রশ্ন।

এর আগে রাম চরণ সাক্ষাৎকারে জানিয়েছিলেন অস্কার কর্তাদের তরফে অনুরোধ এলে তিনি এবং জুনিয়র এনটিআর মঞ্চে ‘নাটু নাটু’ গানের সঙ্গে পা মেলাবেন। কিন্তু সোমবার অস্কারের মঞ্চে স্থানীয় নৃত্যশিল্পীরা এই গানে পারফর্ম করলেন। এমনকি, দুই শিল্পীর সজ্জা ছবিতে অভিনেতার লুককে মাথায় রেখে তৈরি করা হয়েছিল। যদিও তাঁদের ছবি অস্কার জেতার পর দুই অভিনেতাই প্রতিক্রিয়া জানাতে ভোলেননি।

Advertisement

রাম চরণ সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘ভারতীয় সিনেমা হিসেবে আমরা জিতেছি। একটা দেশ হিসেবে আমরা জিতেছি। অস্কার পুরস্কার এ বার বাড়ির পথে।’’ এরই সঙ্গে রাম জুড়ে দিয়েছেন এক দীর্ঘ বিবৃতি। সেখানে তিনি লিখছেন, ‘‘এই ছবিটা আমাদের এবং ভারতীয় সিনেমার ইতিহাসে মনে থাকবে। কোনও ধন্যবাদই যথেষ্ট নয়। এখনও স্বপ্ন দেখছি মনে হচ্ছে।’’

South Indian Actor NTR jr

অস্কার হাতে দাঁড়িয়ে রয়েছেন জুনিয়র এনটিআর। ছবি: টুইটার।

রাম আরও লিখেছেন, ‘‘রাজামৌলি এবং কীরাবাণী ভারতীয় সিনেমার অমূল্য সম্পদ। আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাদের দু’জনকেই ধন্যবাদ।’’ রাম তাঁর বক্তব্যে এনটিআরকেও স্মরণ করেছেন। লিখেছেন, ‘‘আমার সহ-অভিনেতা তারক (জুনিয়র এনটিআর-এর আরও এক নাম), তোমাকে ধন্যবাদ। ফের কোনও এক দিন তোমার সঙ্গে নেচে নতুন নজির গড়ব।’’ এই ছবিতেই রামের প্রেমিকার চরিত্রে ছিলেন আলিয়া ভট্ট। অভিনেত্রীকে নিয়ে রামের মন্তব্য, ‘‘মিষ্টি সহ-অভিনেত্রী হওয়ার জন্য আলিয়া তোমাকে ধন্যবাদ।’’ তাঁর বক্তব্যের শেষে জোর দিয়ে বলেছেন, ‘‘এই পুরস্কার প্রতিটি ভারতীয় অভিনেতার, কলাকুশলী এবং সিনেপ্রেমীর। এটা আমাদের দেশের জয়।’’

অন্য দিকে, অনুষ্ঠান শেষে অস্কার হাতে সমাজমাধ্যমে ছবি পোস্ট করেছেন জুনিয়র এনটিআর। সংবাদমাধ্যম কে তিনি তাঁর প্রথামিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘‘এই অনুভূতি ভাষায় ব্যক্ত করতে পারব না। এটা শুধু ‘আরআরআর’-এর জয় নয়, ভারতের জয়। ভারতীয় সিনেমা যে কত দূর পৌঁছতে পারে, এই জয়ের হাত ধরেই তার সূত্রপাত।’’

Advertisement
আরও পড়ুন