Rakul Preet Singh-Jackky Bhagnani

জ্যাকির সঙ্গে বিয়ের পর এক মাস অতিক্রান্ত, জীবন কতটা বদলেছে? উত্তর দিলেন রকুল প্রীত

গত মাসে গোয়ায় সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী রকুল প্রীত সিংহ ও প্রযোজক জ্যাকি ভাগনানি। বিবাহ-পরবর্তী জীবন প্রসঙ্গে কথা বললেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৪ ১৮:৩৮
Rakul Preet Singh talked about her changed life after marrying Jackky Bhagnani

(বাঁ দিকে) রকুল প্রীত সিংহ। জ্যাকি ভাগনানি (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বিয়ের পর থেকেই রকুল প্রীত সিংহ ও জ্যাকি ভাগনানি চর্চায় রয়েছেন। বলিউডের এই নতুন দম্পতির বিয়ের ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল। এ বার বিবাহ-পরবর্তী জীবন প্রসঙ্গে কথা বললেন রকুল।

Advertisement

বিয়ের পর নতুন জীবন যে দম্পতি চুটিয়ে উপভোগ করছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুলেছেন ‘দে দে প্যার দে’ খ্যাত অভিনেত্রী। বিয়ের পর জীবন কতটা বদলেছে, এই প্রশ্নের উত্তরে রকুল বলেন, ‘‘তিন বছর আগে আমরা যখন প্রেম করতে শুরু করি, তখন এই প্রসঙ্গে আমাদের কথা হয়েছিল। আমরা দু’জনেই এখন খুশি। আর কোনও শূন্যস্থান ভরাট করার তাগিদ নেই।’’ বিষয়টিকে আরও ব্যখ্যা করে রকুল বলেন, ‘‘এখন আর ওর খোঁজ নেওয়ার জন্য আমাকে দিনে ১৫ বার ফোন করতে হয় না। আমরা যখন একসঙ্গে থাকি, তখন পেশাগত কাজ দূরে রাখি।’’ জ্যাকির সব থেকে কাছের বন্ধু হিসেবেই নিজেকে উল্লেখ করেছেন রকুল। তাঁর কথায়, ‘‘এমন কোনও বিষয় নেই, যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারব না।’’

চলতি বছরের ২১ ফেব্রুয়ারি দক্ষিণ গোয়ার সমুদ্রমুখী একটি হোটেলে বিয়ে করেন রকুল-জ্যাকি। পঞ্জাবি রীতি মেনেই বিয়ে সারেন তাঁরা। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা ছাড়াও বিয়েতে উপস্থিত ছিলেন বলিপাড়ার অনেক তারকাই।

Advertisement
আরও পড়ুন