Rakhi Sawant

Rakhi Sawant: স্বামী ভাড়া করেছি, বেশ করেছি! রীতেশকে নিয়ে বিস্ফোরক রাখি

‘বিগ বস’-এর পঞ্চদশ সিজনে স্বামী রীতেশকে জনসমক্ষে এনেছিলেন রাখি। তাঁকে নিয়ে ধুমধাম করে প্রবেশ করেছেন ‘বিগ বস’-এর বাড়িতে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১৬
রীতেশকে নিয়ে মুখ খুললেন রাখি।

রীতেশকে নিয়ে মুখ খুললেন রাখি।

ছিল রুমাল, হয়ে গেল বেড়াল!

অভিনেত্রী রাখি সবন্তের পরিস্থিতি এখন কিছুটা এমনই। ‘বিগ বস’ শেষ হতেই স্বামী রীতেশকে ‘বন্ধু’ বলে পরিচয় দিতে শুরু করেছেন বলিউডের ড্রামা ক্যুইন। রীতেশের প্রসঙ্গ উঠতেই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রাখি বলেন, “আমাদের সম্পর্ক নিয়ে বেশি কিছু বলতে পারব না। ‘বিগ বস’-এর বাড়ি থেকে বেরনোর পর আমরা ভাল বন্ধু। কিছু আইনি জটিলতা কাটাতে হবে। ও এখন সেটাই করছে।”

‘বিগ বস’-এর পঞ্চদশ সিজনে স্বামী রীতেশকে জনসমক্ষে এনেছিলেন রাখি। তাঁকে নিয়ে ধুমধাম করে প্রবেশ করেছেন ‘বিগ বস’-এর বাড়িতে। আলাপ করিয়েছেন সকলের সঙ্গে। কিন্তু তার পরেও রীতেশকে ঘিরে ধন্দ যেন কাটতে চায়নি। রাখির স্বামীকে নিয়ে সন্দিহান সলমন খান প্রশ্ন করেছিলেন, “ও কি সত্যিই তোমার স্বামী? নাকি ভাড়া করে এনেছ?”

Advertisement

এ প্রসঙ্গে রাখি বললেন, “সকলে বলেছেন আমি আমার স্বামীকে ভাড়া করে এনেছি। যে যা ইচ্ছে বলুক। ভাড়া করে এনেছি, বেশ করেছি। তাতে কী হয়েছে? সুদিনের অপেক্ষায় আছি। আশা করি খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে।”

Advertisement
আরও পড়ুন