Rani Rasmoni

Rashmoni: নটী বিনোদিনীকে নিয়ে ফিরছেন ‘রানিমা’, সাদা থান, চাদরে সেজে আবার ‘রাসমণি’তে দিতিপ্রিয়া

ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’র অন্তিম পর্বে আবারও দেখা দেবেন ‘রানিমা’! সাদা থান, চাদরের চেনা চেহারায়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২২ ১৭:০৮
সাদা থান, চাদরের চেনা চেহারায় ‘রানিমা’!

সাদা থান, চাদরের চেনা চেহারায় ‘রানিমা’!

খবর, ফিরছেন তিনি ফিরছেন! মায়া কাটানো কি এতই সহজ? তাই ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’র অন্তিম পর্বে আবারও দেখা দেবেন ‘রানিমা’। সাদা থান, চাদর ফের তাঁর অঙ্গে। ১৩ ফেব্রুয়ারি সন্ধে ৬টায় সবাই মিলেই দেখা দেবেন শেষ বারের মতো।

এ ভাবেই জোট বেঁধে ধারাবাহিকে ফিরছেন দিতিপ্রিয়া রায়। সঙ্গে থাকবেন অন্তিম পর্বের বড় চমক, নটী বিনোদিনী। সেই চরিত্রে দেখা যাবে ‘মিঠাই’ ধারাবাহিকের ‘শ্রীতমা’ ওরফে দিয়া মুখোপাধ্যায়কে। শেষ পর্ব শ্যুট হয়েছে ১০ ফেব্রুয়ারি। শ্যুটের পরে কেক কেটে মিষ্টিমুখ সবার। চোখের জল বাঁধ মানেনি কারওরই!

Advertisement


কী দিয়ে শেষ হচ্ছে পাঁচ বছরের ধারাবাহিক? চ্যানেল সূত্রে খবর, শ্রীরামকৃষ্ণ দেবের জীবনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা দিয়েই শেষ হবে পর্ব। সেখানেই দেখা যাবে ‘রানিমা’কেও। সঙ্গীত পরিচালক উপালী চট্টোপাধ্যায় ফেসবুকে ছবি দিয়ে উল্টে দেখেছেন স্মৃতির পাতা। তাঁর দাবি, এই কাজ আজীবন তাঁর প্রথম সারির কাজগুলির অন্যতম হয়ে থাকবে।

থেমে যাচ্ছে ‘রাসমণি’- ধারাবাহিকের পথ চলা।

থেমে যাচ্ছে ‘রাসমণি’- ধারাবাহিকের পথ চলা।

মনখারাপ শ্রীরামকৃষ্ণ ওরফে সৌরভ সাহারও। এর আগে আনন্দবাজার অনলাইনকে বলেছিলেন, ‘‘মা সারদার অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরার কথা ছিল। কথা ছিল, স্বামী বিবেকানন্দও আসবেন। সে সব কিছুই হল না আর।’’ সেই সময়ে দিতিপ্রিয়াও জানিয়েছিলেন, চার বছরের সংসার ফেলে যেতে তাঁর খুব মনখারাপ হয়েছিল। ধারাবাহিক শেষ হওয়ার খবর শুনেও কষ্ট পেয়েছেন তিনি।


স্বামী বিবেকানন্দ না এলেও দেখা যাবে নটী বিনোদিনীকে। সম্ভবত তাঁর সঙ্গে শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎপর্ব দিয়েই শেষ হবে ধারাবাহিক। ইতিহাস বলে, জীবনের বহু ওঠাপড়ার সাক্ষী বিনোদিনী। বারবণিতা নটী হয়েছিলেন গিরিশ ঘোষের হাত ধরে। মাত্র ১২ বছর বয়সে ১০ টাকা বেতনে তাঁর অভিনয়-জীবন শুরু। গিরিশ ঘোষই তাঁকে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করান। সেই দৃশ্যই এ বার উঠে আসবে ছোট পর্দায়।

Advertisement
আরও পড়ুন