Rakhi Sawant

সলমন-শাহরুখ মুহূর্তে জামিন করিয়ে দেবেন! তাও কেন আতঙ্কে দিন কাটছে রাখির?

বলিউডের খ্যাতনামীদের সঙ্গে পরিচয় থাকলেও তাঁদের থেকে সাহায্য নিতে প্রস্তুত নন রাখি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ১৭:১০
Rakhi Swant said that she doesn’t want to take help from Shah Rukh Khan and Salman Khan

প্রয়োজনেও শাহরুখ খান ও সলমন খানের থেকে সাহায্য নিতে চাইছেন না রাখি সওয়ান্ত। ছবি: সংগৃহীত।

বিতর্কিত মন্তব্য করে খবরে থাকা স্বভাব রাখি সওয়ান্তের। ছবিশিকারিদের সামনেও প্রায়ই ধরা দেন তিনি। তবে বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন। পাছে গ্রেফতার হন। বলিউডের খ্যাতনামীদের সঙ্গে পরিচয় থাকলেও তাঁদের থেকে সাহায্য নিতে প্রস্তুত নন রাখি।

Advertisement

কেন গ্রেফতারির ভয় পাচ্ছেন রাখি? ২০২৩-এ আদিল খান দুরানির সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় রাখির। সেই সম্পর্কের সমাপ্তি হয়েছিল তিক্ততায়। টাকা পয়সা, সম্পত্তি নিয়েও অশান্তি হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়, রাখির বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান আদিল। এই নিয়েই চিন্তায় রয়েছেন রাখি সওয়ান্ত। বর্তমানে তিনি রয়েছেন দুবাইতে। সেখান থেকেই রাখির একটি ভিডিয়ো নেটপাড়ায় ছড়িয়েছে।

ভিডিয়োয় রাখি জানিয়েছেন, কেন তিনি তিনি বলিউডের খ্যাতনামীদের থেকে সাহায্য নিতে চাইছেন না। রাখি বলেন, “আমি কারও থেকে সাহায্য চাইছি না। এটা আমার লড়াই। সলমন খান, ফারহা খান অথবা শাহরুখ খানকে বললে তাঁরা এক মুহূর্তে আমার জামিন করিয়ে দেবেন। কিন্তু আমি সাহায্য চাইব না।”

কথা বলতে বলতে ভেঙে পড়েন রাখি। তিনি বলেন, “আমি কত দিন এমন হাত পাততে থাকব। কত দিন ভিক্ষা করব? ভিখারি হয়ে গিয়েছি আমি। তবে ভারতের আইনের উপর আমার ভরসা রয়েছে।”

২০২২ সালে আদিলের সঙ্গে নিকাহ করেছিলেন রাখি। সমস্ত রীতি মেনে সেই বিয়ে হয়েছিল। বেশ কয়েক বার বোরখা পরেও ক্যামেরার সামনে আসতে দেখা যায় রাখিকে। নিজের নামও বদলে রেখেছিলেন ফাতিমা। কিন্তু মাস কয়েক বাদেই সম্পর্কে চিড় ধরে। ২০২৩ সালে আদিলের বিরুদ্ধে গার্হস্থ হিংসা ও প্রতারণার অভিযোগ আনেন রাখি। এমনকি রাখির নগ্ন ছবি নাকি বাজারে বিক্রি করছেন আদিল, দাবি করেন এমনও। এর পর পাল্টা রাখির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আদিল।

Advertisement
আরও পড়ুন