Rakhi Sawant

Rakhi Sawant: আচমকাই ব্যাগ গুছিয়ে চলে যায়, রীতেশের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন রাখি

তাঁর স্বামীকে নিয়ে প্রশ্ন উঠলে রাখি জানান, পেশায় ব্যবসায়ী রীতেশের আগে এক বার বিয়ে হয়েছে এবং তাঁর সন্তান আছে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ১২:২৬
ভেঙে পড়েছেন রাখি।

ভেঙে পড়েছেন রাখি।

প্রেমের মরসুমে ঘর ভেঙেছে রাখি সবন্তের। স্বামী রীতেশের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছেন দিন দুয়েক আগেই। ব্যক্তি জীবনের এই সিদ্ধান্ত নিয়ে কোনও রাখঢাক না করে রাখি জানিয়েছেন, তিনি রীতেশ তাঁর সঙ্গে থাকতে চাননি।

২০১৯ সাত পাক ঘুরলেও রাখি স্বামীকে দীর্ঘ দিন জনসমক্ষে আনেননি। তাঁর স্বামীকে নিয়ে প্রশ্ন উঠলে রাখি জানান, পেশায় ব্যবসায়ী রীতেশের আগে এক বার বিয়ে হয়েছে এবং তাঁর সন্তান আছে। কিন্তু সেই অতীতের কথা না জেনেই তাঁকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। ‘বিগ বস’-এ স্বামীর জন্য অপেক্ষারত রাখিকে হাপুস নয়নে কাঁদতে দেখা গিয়েছে একাধিক বার। অকসর অনুরোধ করেছেন, রীতেশ যাতে আত্মগোপন না করে সকলের সামনে আসেন। রাখির ইচ্ছেপূরণ করে অবশেষে ‘বিগ বস’-এর পঞ্চদশ সিজনে অংশগ্রহণ করলেন তাঁর স্বামী। কিন্তু অনুষ্ঠান শেষ হতেই ছেদ পড়ল দাম্পত্যেও।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখি জানিয়েছেন, আইনি জটিলতায় জড়িয়েছিলেন রীতেশ। মন্দা চলছিল তাঁর ব্যবসাতেও। রাখির কথায়, “ওকে আমি খুব ভালবাসতাম। ‘বিগ বস’-এর শেষ হওয়ার পর আমরা আমাদের ফ্ল্যাটে একসঙ্গে থাকছিলাম। কিন্তু এর পর ও ব্যাগ গুছিয়ে চলে যায়। রীতেশে বলে, আমার সঙ্গে ‘বিগ বস’-এ গিয়ে ওকে সমালোচনা মুখে পড়তে হয়েছে। তাই ওর ব্যবসায় অনেক টাকার লোকসান হয়ে গিয়েছে।”

রীতেশের অতীত নিয়েও আর রাখঢাক করেননি রাখি। প্রাক্তন স্বামীর প্রথম বিয়ে প্রসঙ্গে বলেন, “একজন মহিলা এবং একটি শিশুর সঙ্গে অবিচার করতে পারব না। আমি ধীরে ধীরে মেনে নিচ্ছি যে, ও আমায় ছেড়ে চলে গিয়েছে। সব শেষ হয়ে গিয়েছে।”

Advertisement
আরও পড়ুন