Rakhi Sawant

রাখির সঙ্গে বিয়েটা সত্যি তো! অবশেষে নীরবতা ভাঙলেন রাখির স্বামী আদিল

টানা ছয় দিন ধরে টালবাহানা চলেছে রাখি-আদিলের বিয়ে নিয়ে। অবশেষে মুখ খুললেন অভিনেত্রীর স্বামী। বিয়েটা কী সত্যি! জানালেন আদিল।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ ১৫:১৯
রাখির সঙ্গে বিয়ের সত্যটা কতটা? মুখ খুললেন স্বামী আদিল।

রাখির সঙ্গে বিয়ের সত্যটা কতটা? মুখ খুললেন স্বামী আদিল। ছবি: ইনস্টাগ্রাম।

গত ১১ জানুয়ারি আচমকাই রাখি সবন্তের বিয়ের খবর প্রকাশ্যে আসে। নিমেষে মধ্যে ছড়িয়ে পড়ে বলিউডের ‘বিতর্ক রানি’-র বিয়ের ছবি। কিন্তু তার পর থেকে টানা ছ’দিন ধরে চলল টালবাহানা। রাখিকে স্ত্রী হিসেবে মানছেন না আদিল, ক্যামেরা দেখেই কান্নায় ভেঙে পড়েন রাখি। উল্টো দিকে অভিনেত্রীর স্বামী আদিল দুরানি বিয়ের প্রসঙ্গ উঠলে সময় চেয়ে নিয়ে বলেন, সঠিক সময় এলেই সবটা জানাবেন। অবশেষে রাখিকে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দিলেন আদিল।

Advertisement

রাখির স্বামী নিজের সমাজমাধ্যমের পাতায় লেখেন, ‘‘আমি কখনই আমাদের বিয়েকে অস্বীকার করিনি। তবে এখন আনুষ্ঠানিক ঘোষণা করছি। আসলে অনেকগুলো দিক সামাল দিতে হত। হ্যাপি ম্যারেড লাইফ টু আস পাপ্পুডি (রাখিকে ভালবেসে এই নামেই ডাকেন তিনি)।’’

আদিলকে বিয়ের পর পর নাম বদলে রাখি হয়েছেন ফতিমা। তবে বিয়েটা সেরেছিলেন গত বছরে। অভিনেত্রীর বিয়ের রেজিস্ট্রেশন-পত্রের যে ছবি প্রকাশ্যে এসেছে, তাতেই দেখা গিয়েছে তাঁদের নিকাহ্‌র তারিখ ২৯ মে, ২০২২। রাখির বাসভবনে কাজির উপস্থিতিতে বিয়ে সারেন তাঁরা। তার পর থেকেই কিন্তু একত্রবাস করছিলেন তাঁরা। পরিবারের কাছ থেকে এই বিয়েটা লুকিয়ে রেখেছিলেন আদিল। আর কোনও প্রতিবন্ধকতা নেই। এ বার সুখে সংসার করবেন, আশা করছেন দু’জনেই।

Advertisement
আরও পড়ুন