Rakhi Sawant

বিয়ের পরের রাতেই ‘উধাও’ রাখি, আদিলের পাশে ফতিমা!

বিয়ে লুকিয়ে গেলেন কেন? আদিল কি রাখিকে প্রতারণা করে অন্য সম্পর্কে জড়িয়েছেন? এমন প্রশ্নও শুনতে হল রাখিকে। রহস্যময় জবাব দিলেন রাখিও।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৩ ১৪:০৩
মুসলিমকে বিয়ে করেছেন বলেই নামবদল করলেন রাখি?

মুসলিমকে বিয়ে করেছেন বলেই নামবদল করলেন রাখি? ফাইল চিত্র।

বিয়ে হল, সবাই দেখলেন। কিন্তু ইনি আবার কে? রাখি সবন্ত তো নন! আদিলের পাশে যিনি দাঁড়িয়ে আছেন, তাঁর নাম তো আলাদা। রাখি নন, ফতিমা! এমনটা কী ভাবে হল? আগে তো আভাস অবধি দেননি রাখি! কিন্তু প্রেমে কী না সম্ভব! আদিল খান দুরানির জন্য আরও অনেক কিছুই হয়তো করতে পারেন রাখি। না হয় বদলে নিলেন নাম।

কিন্তু মুসলিমকে বিয়ে করেছেন বলেই নামবদল? জল্পনার মাঝেই জানা গেল, রাতারাতি রাখি থেকে ফতিমা হয়ে গিয়েছেন আদিল দুরানির নববধূ। এক বছর প্রেমের পর চারহাত এক হল তাঁদের। বুধবার মালাবদল করলেন তারকাজুটি। বিয়ের আসরের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। তার পরই গুঞ্জন, সে কী, বিয়ে তো আগেই হয়ে গিয়েছে। এত দিন চেপে রাখা কেন? সেই প্রশ্নই ঘুরেফিরে আসতে লাগল। দেখা গেল বিয়ের শংসাপত্রে সই রয়েছে গত বছরের।

Advertisement

আদিল কি রাখিকে প্রতারণা করে অন্য সম্পর্কে জড়িয়েছিলেন? এমন প্রশ্নও শুনতে হল রাখিকে। রহস্যময় জবাব দিলেন রাখিও। ‘ম্যায় হুঁ না’ অভিনেত্রীর দাবি, “আমিও জানি না, কেন আদিল আমাদের বিয়েটা লুকোতে চেয়েছিল। সকালে বললাম, আর নয়, অনেক হয়েছে এ বার সবাইকে জানাই। ও কি বাবা-মাকে ভয় পাচ্ছিল? নাকি ওর ভয় এইটা যে, হিন্দু মেয়েকে বিয়ে করেছে? কে জানে!”

এর পরই রাখি ইঙ্গিত দেন, আদিলের ফোনে সন্দেহজনক কিছু দেখেছেন। তাঁদের দাম্পত্য কেমন চলবে তা সময়ই বলবে, এমন কথাও নিজমুখেই বলেন। আগেও জানিয়েছেন, আদিলকে ভালবাসেন রাখি। কিন্তু আদিলও তাঁকে একই রকম আপন করেছেন কি? বিয়ের পরও তা নিয়ে সংশয়ের সুর শোনা গেল প্রাক্তন ‘বিগ বস’ তারকার কণ্ঠে। সম্প্রতি ক্যানসার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে রাখির মাকে। বিয়ে নিয়ে তেমন উচ্ছ্বাস ব্যক্ত করতে দেখা যায়নি অভিনেত্রীকে। ‘বিগ বস মরাঠি ৪’-এর সেটে পঞ্চম রানার আপ হয়ে বেরিয়ে এসেছেন তিনি। তার পরই মালাবদলের দৃশ্য ভাইরাল ।

Advertisement
আরও পড়ুন