রাজুর মৃত্যু মানতেই পারছেন না তাঁর স্ত্রী। ফাইল চিত্র।
কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তবের প্রয়াণে শোকে বিহ্বল তাঁর স্ত্রী শিখা শ্রীবাস্তব। স্বামীর মৃত্যু কিছুতেই মানতে পারছেন না রাজু-ঘরনি। রবিবার প্রয়াত কমেডিয়ানের স্মরণসভায় কান্নায় ভেঙে পড়েন তিনি। ‘‘আমার জীবনটাই চলে গেল’’, কাঁদতে কাঁদতে এ কথাই বলছিলেন শিখা।
হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত ৯ অগস্ট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল রাজুকে। দিল্লির এমসে গত ২১ সেপ্টেম্বর চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি দিলেন এই অভিনেতা।
রবিবার প্রয়াত অভিনেতার স্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজুর পরিবার। সেখানে যোগ দিয়েছিলেন ‘কমেডি কিং’ কপিল শর্মা, ‘কমেডি কুইন’ ভারতী সিংহ, অভিনেতা জনি লিভার, নীল নিতিন মুকেশ, কেকে মেনন-সহ আরও অনেকে।
রাজুর প্রয়াণে স্বাভাবিক ভাবে শোকস্তব্ধ তাঁর স্ত্রী শিখা। তিনি বলেছেন, ‘‘সকলে ওর (রাজু) জন্য প্রার্থনা করেছেন। ডাক্তাররা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করেছেন। ওর আত্মার শান্তি কামনা করি। ওর বন্ধুরা আমাদের অনেক সাহায্য করেছেন।’’
এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি ছিলেন রাজু। সেই সময় কোনও কথাই বলেননি কমেডিয়ান। এমনটাই জানিয়েছেন তাঁর মেয়ে অন্তরা।