Raju Srivastava

Raju Srivastava: আগামী ১০ দিন খুবই গুরুত্বপূর্ণ, রাজুর এমআরআই রিপোর্টে লাল সংকেত

দু’দিন পার। হাসপাতালে ভর্তি রাজু শ্রীবাস্তব। এমআরআই রিপোর্টে কী এল?

Advertisement
সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২২ ১৩:৫৭
ভাল নেই রাজু

ভাল নেই রাজু

ভাল নেই রাজু শ্রীবাস্তব। তাঁর এমআরআই রিপোর্ট জানাচ্ছে এমনটাই। সকাল ৯টা এসে পৌঁছয় এমআরআই রিপোর্ট। রিপোর্ট অনুযায়ী তাঁর মস্তিষ্কের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকরা চেষ্টা করছেন, দ্রুত যাতে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়। তবে তাঁরা জানিয়েছেন আগামী ১০ দিন খুবই গুরুত্বপূর্ণ। কারণ সঙ্কটজনক অবস্থা কাটিয়ে উঠতে এখনও সময় লাগতে পারে ১০ দিনেরও বেশি।

রাজুকে হাসপাতালে ভর্তি করানোর পর পরই শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি রাজুর ভাই কাজু শ্রীবাস্তবও। তবে তিনি এখন অনেকটাই সুস্থ। এক সংবাদ সংস্থাকে রাজুর ছোটবেলার এক বন্ধু জানিয়েছেন, চিকিৎসকদের আশা, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন রাজু।শুধু পরিবার নয়, রাজুর আরোগ্য কামনায় তাঁর সহকর্মীরাও। সঙ্গীতশিল্পী কৈলাস খের ২১ জন সন্ন্যাসীকে এনেছেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার জন্য। জিম করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কৌতুকশিল্পী। আপাতত দিল্লির এমসে চিকিৎসাধীন রাজু।

Advertisement
আরও পড়ুন
Advertisement