kailash kher

Raju Srivastava: এলেন ২১ সাধু, রাজুর আরোগ্য কামনায় মহামৃত্যুঞ্জয় পাঠ, বিশেষ পুজোর আয়োজন বলি গায়কের

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন কৌতুকশিল্পী। তাঁর আরোগ্য কামনায় বিশেষ পুজোর আয়োজন কৈলাস খেরের।

Advertisement
সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২২ ১১:৫৬
 বিশেষ পুজোর আয়োজন কৈলাসের

বিশেষ পুজোর আয়োজন কৈলাসের

এল ২১ জন সাধু। পড়া হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র। কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তবের আরোগ্য কামনায় বিশেষ পুজোর আয়োজনও করলেন সঙ্গীতশিল্পী কৈলাস খের। দু’দিন হল হাসপাতালে ভর্তি কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব।

দিল্লির এমসে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। জিম করতে গিয়ে আচমকা বুকে ব্যথা অনুভব করেন রাজু। আপাতত ভেন্টিলেশনে রয়েছেন তিনি। এরই মধ্যে রটছে নানা ভুয়ো খবরও।

Advertisement

রাজুর সঙ্গে কৈলাসের সম্পর্ক খুবই ভাল। কৈলাসের আর্জি, রাজুকে নিয়ে ভুল খবর রটানো বন্ধ করা হোক। তিনি বলেছেন, “আমার বন্ধুর আরোগ্য কামনায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করানো হবে ২১ জন সাধুকে দিয়ে।”

তবে হাসপাতাল সূত্রে খবর, এখন কিছুটা হলেও ভাল আছেন রাজু। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। রাজুর স্ত্রীকে ফোন করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ছাড়াও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের তরফ থেকে ফোনও গিয়েছে রাজুর পরিবারের কাছে।

আরও পড়ুন
Advertisement