Raj Chakraborty

Yuvaan Chakraborty: লাল টুপি, লাল জামা, এক মুখ হাসি, জীবনের দ্বিতীয় বড়দিন ‘সান্তা’র

খুদের ছবি দিয়ে তারকা মায়ের বার্তা, ‘আমার সান্তা। সকলকে বড়দিনের অনেক শুভেচ্ছা।’

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২১ ১৮:৩৪
রাজপুত্তুর যেন পুচকে ‘সান্তা ক্লজ’।

রাজপুত্তুর যেন পুচকে ‘সান্তা ক্লজ’।

মাথায় সান্তা টুপি, একগাল হাসি, পুতুল আঁকা লাল টুকটুকে জামা। সঙ্গে একই রঙের মোজা । রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের রাজপুত্তুর যেন পুচকে ‘সান্তা ক্লজ’। বড়দিনে ‘সান্তা’ সাজল ইউভান। একরত্তির সেই ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শুভশ্রী।

খুদের ছবি দিয়ে তারকা মায়ের বার্তা, ‘আমার সান্তা। সকলকে বড়দিনের অনেক শুভেচ্ছা।’ ইউভানকে ঘিরে একাধিক উপহার। চকমকে কাগজ ছিঁড়ে সে সব দেখতে ব্যস্ত রাজ-পুত্র। কখনও আবার মায়ের কোলে চেপে ক্রিসমাস ট্রি দেখে নিচ্ছে মন দিয়ে।

Advertisement

গত বছরও সান্তা সেজেছিল ইউভান। জীবনের প্রথম বড়দিনে লেন্সবন্দি হয়েছিল মা-বাবার সঙ্গে। মাঝখানে কেটে গিয়েছে আরও এক বছর। ফের তাক লাগাল ছোট্ট ছোট্ট পায়ে ছুটতে শেখা একরত্তি। শুভশ্রীর অনুরাগীরাও ভালবাসায় ভরিয়ে দিয়েছে তাকে।

Advertisement
আরও পড়ুন