Priyanka-Ankit Gupta

‘বিগ বস্’-এর ঘরের চর্চিত জুটি প্রিয়ঙ্কা-অঙ্কিত, পৃথিবী ছেড়ে এ বার যাচ্ছেন অন্য গ্রহে!

পৃথিবী ছেড়ে অন্য গ্রহে চলে যাচ্ছেন প্রিয়ঙ্কা চহার চৌধুরী ও অঙ্কিত গুপ্ত। কিন্তু কোন গ্রহে যাবেন এই জুটি?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ জুন ২০২৩ ১৪:০১
Priyanka Chahar Choudhary and Ankit Gupta

কী উপহার পেলেন ‘প্রিঅঙ্কিত’ জুটি? ছবি: সংগৃহীত।

‘বিগ বস্ ১৬’-এর ঘরের দুই চর্চিত প্রতিযোগী প্রিয়ঙ্কা চহার চৌধুরী ও অঙ্কিত গুপ্ত। ‘প্রিঅঙ্কিত’ জুটি নামেই বেশি খ্যাতি পান তাঁরা। এই ‘প্রিঅঙ্কিত’ জুটির অনুরাগী সংখ্যা নেহাত কম নয়। ‘সিডনাজ’ জুটিকে রীতিমতো টেক্কা দেওয়ার মতো অনুরাগী সংখ্যা তাঁদের। এ বার এই অনুরাগীদের তরফেই এল এক অভিনব উপহার। এই উপহার পৃথিবীর সীমা ছাড়িয়ে প‌ৌঁছে গিয়েছে চাঁদে।

Advertisement
ইনস্টাগ্রাম স্টোরিতে খুশির খবর ভাগ করে নিলেন অঙ্কিত।

ইনস্টাগ্রাম স্টোরিতে খুশির খবর ভাগ করে নিলেন অঙ্কিত। ছবি: সংগৃহীত।

অঙ্কিত ও প্রিয়ঙ্কা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সুখবর ভাগ করে নিয়ে জানান। তাঁরা এখন চাঁদে সম্পত্তির মালিক। অনুরাগীরা চাঁদে এক একর জমি উপহার দিল ‘প্রিঅঙ্কিত’ জুটিকে। টেলিভিশন ইন্ডাস্ট্রির প্রথম কোনও তারকা জুটি, যাঁরা চাঁদে সম্পত্তির মালিকানা পেলেন। যদিও এর আগে সুশান্ত সিংহ রাজপুত ও শাহরুখ খান চাঁদে জায়গা কিনেছেন। সেই তালিকায় এ বার নয়া সংযোজন প্রিয়ঙ্কা-অঙ্কিত জুটি।

Advertisement
আরও পড়ুন