Satyajit Ray

Patalbabu Filmstar: অতিমারি অতীত, সত্যজিৎকে শ্রদ্ধা জানিয়ে মঞ্চে ফিরছে ‘পটলবাবু ফিল্মস্টার’

পর্দার পরে মঞ্চেও সত্যজিৎ রায়। তাঁর লেখা ‘পটলবাবু ফিল্মস্টার’ নাটকে ফিরিয়ে আনছেন সৌমিত্র মিত্র।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ জুন ২০২২ ১৩:৫৮
মঞ্চে ফিরছেন ‘পটলবাবু’

মঞ্চে ফিরছেন ‘পটলবাবু’

অতিমারি আগের তুলনায় বশে। প্রেক্ষাগৃহে দর্শক ফিরছেন। একের পর এক ছবি সুপারহিট। মঞ্চই বা পিছিয়ে থাকবে কেন? সেখানেও তাই নতুন ভাবে ফিরছে ‘পটলবাবু ফিল্মস্টার’। রমাপ্রসাদ বণিকের এই নাটক মঞ্চসফল। কাহিনিকার সত্যজিৎ রায়। তাঁর ১০১তম জন্মবার্ষিকী স্মরণ করেই পূর্ব পশ্চিমের এই প্রয়াস। ৪ জুন, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গিরিশ মঞ্চে ফের দেখা দেবেন পটলবাবু।

আনন্দবাজার অনলাইন সম্প্রতি পৌঁছে গিয়েছিল নাটকের মহড়ায়। হরি ঘোষ স্ট্রিটের গলির বাড়িতে বাড়িতে তখন শাঁখের ফুঁ। সেখানেই একটি বাড়িতে পূর্ব পশ্চিমের সদস্যরা চুটিয়ে ‘পার্ট’ করছেন। দলের অন্যতম কর্ণধার সৌমিত্র মিত্রের কথায়, ‘‘শেষ শো সম্ভবত বাংলাদেশে। তার পরেই অতিমারি। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তাই এই আয়োজন। একই সঙ্গে সত্যজিৎ রায়কেও শ্রদ্ধা জানাচ্ছে নাট্য প্রযোজনা সংস্থা।’’

Advertisement

‘পটলবাবু’র ভূমিকায় দেখা যাবে ছোট বড় পর্দার চেনা মুখ সঞ্জীব সরকারকে। তিনি মঞ্চাভিনেতাও। মহড়ার মাঝেই বললেন, ‘‘রমাপ্রসাদদা আমাদের গুরু। আজও ওঁর অভাব আমরা অনুভব করি। সৌমিত্রদা যেই ‘পটলবাবু’র চরিত্র আমায় দিলেন মনে হল, আমার নাট্যগুরুই যেন ডাক পাঠালেন।’’

নাটকে পটলবাবুর মা দাপুটে অভিনেত্রী ছন্দা চট্টোপাধ্যায়। এই চরিত্র রমাপ্রসাদ বণিকের সৃষ্টি। অভিনয়ের কণ্ঠে বেশ ক'টি গান শুনতে পাবেন দর্শক। মঞ্চ সফল নাটকের অংশ হতে পেরে তিনিও খুশি। পাশাপাশি, আরও একটি মুখ্য ভূমিকায় দেখা যাবে পূর্ব পশ্চিমের কর্ণধারকে। থাকবেন নাট্যদলের এক ঝাঁক অভিনেতা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন