New Bengali Web Series

এই প্রথম পরমব্রতের পরিচালনায় অনির্বাণ, নতুন ওয়েব সিরিজ়ে আর কী চমক থাকছে?

নতুন ওয়েব সিরিজ় পরিচালনা করতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ‘ভোগ’ নামের এই সুপারন্যাচারাল সিরিজ়ে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ০৫:১৬
Parambrata Chatterjee will direct Anirban Bhattacharya in upcoming Bengali web series Bhog

(বাঁ দিকে) পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘ভোগ’ ওয়েব সিরিজ়ে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য। ছবি: সংগৃহীত।

এর আগে তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন। দু’জনেই পরিচালক। তবে এই প্রথম একে অপরকে পরিচালনা করতে চলেছেন। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত পরবর্তী ওয়েব সিরিজ়ে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ। সিরিজ়ের নাম ‘ভোগ’। ‘হইচই’-এর জন্য তৈরি হচ্ছে সিরিজ়টি।

Advertisement

সম্প্রতি মুক্তি পেয়েছে পরমব্রত পরিচালিত ওয়েব সিরিজ় ‘নিকষ ছায়া’। নীরেন ভাদুড়িকে কেন্দ্র করে তৈরি এই সিরিজ়টি দর্শকের মন জয় করেছে। আরও একবার অতিপ্রাকৃত ঘরানার প্রেক্ষাপটেই সিরিজ় পরিচালনা করতে চলেছেন তিনি। অভীক সরকারের লেখা কাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে এই সিরিজ়। অনির্বাণ ছাড়াও অভিনেতাদের মধ্যে এখনও পর্যন্ত এই সিরিজ়ে চূড়ান্ত হয়েছে রজতাভ দত্তের নাম।

কী ভাবে ভাবা হয়েছে সিরিজ়ের গল্পকে? এক জন একাকী মানুষের জীবনকে কেন্দ্রে রেখেই এগোবে কাহিনি। একটি কিউরিয়োর দোকান থেকে হঠাৎ একটি পিতলের মূর্তি হাতে আসে তার। এই রহস্যময় মূর্তিকে ঘিরেই তার জীবন বদলে যেতে থাকে। শেষ পর্যন্ত কী হয়, তার উত্তর দেবে সিরিজ়।

‘পর্ণশবরীর শাপ’-এর পর ‘নিকষ ছায়া’— অতিপ্রাকৃত সিরিজ়ে পরমব্রতের কাজ দর্শকের পছন্দ হয়েছে। এ বার তাঁর তুরুপের তাস অনির্বাণ। দুই অভিনেতার জুটি যে নতুন চমক হাজির করবে, তা নিয়ে ইতিমধ্যেই দর্শকের মধ্যে কৌতূহল দানা বেঁধেছে। নির্মাতারা সিরিজ়ের ঘোষণার জন্য পরমব্রত ও অনির্বাণের যে ছবি প্রকাশ করেছেন, সেখানে দু’জনেরই পরনে কালো স্যুট। পরমব্রতের হাতে ধরা বইয়ের প্রচ্ছদে লেখা ‘ভোগ’ এবং অনির্বাণের মাথায় হ্যাট।

পরমব্রতের সঙ্গে এই সিরিজ়ের চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন শান্তনু মিত্র নিয়োগী। এই মুহূর্তে সিরিজ়ের বাকি কাস্টিং নিয়ে আলোচনা চলছে। চরিত্রাভিনেতা চূড়ান্ত হওয়ার পর বছরের শেষে শুরু হবে শুটিং। এর আগে ‘ভোগ’ বই এবং ‘অডিয়ো বুক’ হিসেবে জনপ্রিয় হয়েছে। বড় পর্দাতেও এই কাহিনিকে দেখা গিয়েছিল রাজর্ষি দে পরিচালিত ‘পুর্ব, পশ্চিম, দক্ষিণ— উত্তর আসবেই’-এ।এ বার ওয়েবসিরিজ়েকী ভাবে গল্পকে নির্মাতারা তুলে ধরেন, সে দিকে নজর থাকবে।

Advertisement
আরও পড়ুন