pakistan

পাকিস্তানের বন্যা পরিস্থিতিতে বলিউড তারকারা চুপ কেন? ক্ষোভ উগরে দিলেন পাকিস্তানি অভিনেত্রী

দুর্যোগের সময় কথা বলে মানবতা। তবু নীরব ভারত! হতাশা প্রকাশ করলেন অভিনেত্রী মেহবিশ হায়াত।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৬:২৪
রাজনীতির ঊর্ধ্বে উঠুন, বলিউডকে অনুরোধ অভিনেত্রীর

রাজনীতির ঊর্ধ্বে উঠুন, বলিউডকে অনুরোধ অভিনেত্রীর

পাকিস্তানের বন্যা নিয়ে বলিউডের অস্বাভাবিক নীরবতা লক্ষ করে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী মেহবিশ হায়াত। আমেরিকান সুপারমডেল বেলা হাদিদ যেখানে তাঁর অনুগামীদের কাছে পাকিস্তানের বন্যা-দুর্গতদের ত্রাণ পাঠানোর উপায় জানতে চেয়েছেন, সেখানে বলিউড তারকারা কী ভাবে চুপচাপ? এখনও কি রাজনৈতিক শত্রুতা নিয়ে ভেবে যাবেন তাঁরা? বিস্ময় প্রকাশ করলেন মেহবিশ। তাঁর কথায়, বলি-তারকাদের ভক্তরা কি পাকিস্তানেও নেই? তাঁদের কথা এক বার ভাববেন না তারকারা?

গত কয়েক দিন ধরে বিধ্বংসী বন্যার মুখোমুখি হয়েছে পাকিস্তান। হিমবাহ গলে নজিরবিহীন জলস্রোত কমপক্ষে ১,২৬৫ জন মানুষের প্রাণ কেড়েছে। সেই পরিস্থিতিতে ত্রাণ পাঠাচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ।

Advertisement

মেহবিশের দাবি, শুধু নিষ্ক্রিয় রয়েছে বলিউড। বলিউড তারকাদের উদ্দেশে তিনি নেটমাধ্যমে লেখেন, ‘রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারেন না আপনারা? পাকিস্তানে দুর্যোগ-কবলিত ভক্তদের প্রতি যত্ন নিতে পারেন।’ আরও বলেছেন, ‘দুর্ভোগ কোনও দেশ, জাতি বা ধর্ম জানে না। তাঁরা একটু হলেও সহৃদয়তা প্রকাশ করুন।’ তাঁর কথায় সায় দিলেন পাকিস্তানবাসী আরও অনেকেই।

Advertisement
আরও পড়ুন