Aamir Khan-Madhuri Dixit

আমিরকে হকি স্টিক নিয়ে তাড়া করেন মাধুরী! অভিনেত্রীর আচরণের নেপথ্যে কোন কারণ?

‘দিল’ ছাড়া আমির ও মাধুরী ‘দিওয়ানা মুঝসা নহি’ ছবিতে জুটি বাঁধেন। কিন্তু, ছবিটি বক্স অফিসে কোনও সাড়া ফেলতে পারেনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১৯:২৪
Once Madhuri Dixit was furious with Aamir Khan and chased him with a hockey stick

(বাঁ দিকে) মাধুরী দিক্ষিত। আমির খান (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

‘দিল’ ছবিতে প্রথম জুটি বাঁধেন আমির খান এবং মাধুরী দিক্ষিত। ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়। আমির এবং মাধুরী দু’জনেই ভাল বন্ধু। কিন্তু তার পরেও এক সময় আমিরকে আঘাত করতে উদ্যত হন মাধুরী। অভিনেত্রীর হাতে তখন ছিল একটি হকি স্টিক!

Advertisement

পরিচালক ইন্দ্র কুমারের প্রথম ছবি ছিল ‘দিল’। এই ছবির শুটিংয়ের সময়েই আমিরের উপর চটে যান মাধুরী। ফারহান আখতারের টক শোয়ে উপস্থিত হয়ে আমির এই ঘটনার নেপথ্য কারণ ব্যখ্যা করেন। আমির জানান, শুটিংয়ের ফাঁকেই মজা করে তিনি মাধুরীর হস্তরেখা বিচার করছিলেন। আমির নাকি মজা করে মাধুরীর হাতে থুতু ফেলেন! তার পরেই হকি স্টিক নিয়ে আমিরকে তাড়া করেন মাধুরী।

২০১৬ সালে এই ঘটনার সত্যতা স্বীকার করে নেন মাধুরী। এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, ইন্ডাস্ট্রিতে তিনি সবচেয়ে সাহসী কোন কাজটি করেছেন। এই প্রসঙ্গে মাধুরীর উত্তর, ‘‘‘দিল’ ছবির সেটে হকি স্টিক নিয়ে আমির খানকে তাড়া করেছিলাম! কারণ, ও আমাকে বোকা বানিয়েছিল।’’

‘দিল’ ছাড়া আমির ও মাধুরী ‘দিওয়ানা মুঝসা নহি’ ছবিতে জুটি বাঁধেন। কিন্তু, ছবিটি বক্স অফিসে কোনও সাড়া ফেলতে পারেনি। সম্প্রতি ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে দর্শক মাধুরীকে দেখেছেন। অন্য দিকে, আগামী ডিসেম্বর মাসে মুক্তি পাবে আমির প্রযোজিত ছবি ‘সিতারে জমিন পর’। এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আমির নিজে।

Advertisement
আরও পড়ুন