Bollywood Scoop

সেন্সর বোর্ডের কাটছাঁটে অসন্তুষ্ট, ওটিটিতে ‘আনকাট’ ছবি দেখানোর আশ্বাস ‘ওএমজি ২’ পরিচালকের

ছবিতে নাকি অযৌক্তিক ভাবে কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড, এই অভিযোগ উঠেছিল আগেই। এত কাটাছেঁড়ার পরেও ‘ওএমজি ২’ ছবিকে ‘এ’ শংসাপত্র দেয় সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৩ ১৪:৫৬
Akshay Kumar

‘ওএমজি ২’ ছবিতে অক্ষয় কুমার। ছবি: সংগৃহীত।

গত ১১ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অমিত রাই পরিচালিত ছবি ‌‘ওএমজি ২’। ছবি মুক্তির আগে থেকেই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন তথা সিবিএফসির তরফে ছাড়পত্র পাওয়া নিয়ে টানাপড়েন চলছিল। অবশেষে ‘এ’ ছাড়পত্র মেলার পরে নির্ধারিত দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পায় অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠী ও ইয়ামি গৌতম অভিনীত ছবি ‘ওএমজি ২’। গত দু’সপ্তাহে প্রায় ১২০ কোটি টাকার ব্যবসাও করেছে এই ছবি। ‘ইউ/এ’ নয়, ‘এ’ ছাড়পত্র নিয়ে মুক্তি পাওয়ার পরেও ছবির সাফল্যে আপ্লুত অক্ষয় কুমার-সহ ছবির অন্য কলাকুশলী ও নির্মাতারা। তবে ছবিতে সেন্সর বোর্ডের কাটছাঁট করা নিয়ে অখুশি ছবির পরিচালক অমিত রাই। সম্প্রতি তিনি জানান, সিবিএফসির কাঁচি চালানো ছবি নয়, ‘ওএমজি ২’-এর ‘আনকাট’ সংস্করণই মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘ওএমজি ২’ ছবির পরিচালক অমিত রাই বলেন, ‘‘আমরা চেয়েছিলাম সব বয়সের দর্শক ছবিটা দেখুন। কিন্তু সেন্সর বোর্ড ‘এ’ শংসাপত্র দেওয়ায় তা সম্ভব হয়নি। সিবিএফসির এই সিদ্ধান্তে আমরা কেউই খুশি হইনি। তবে মুক্তি পাওয়ার পর ছবি যে রকম সাড়া পেয়েছে, তাতে সেই খারাপ লাগা পুষিয়ে গিয়েছে। আমরা এমন ভাবেই ছবির চিত্রনাট্য বেঁধেছি যাতে সংবেদশীল কোনও বিষয়কে আমরা সেই মনন নিয়েই ফুটিয়ে তুলতে পারি। দর্শকের সেটা ভাল লেগেছে। আমাদের ইচ্ছা আছে ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে দর্শককে ছবির ‘আনকাট’ সংস্করণ দেখানোর।’’

সম্প্রতি ছবির ‘এ’ শংসাপত্র নিয়ে প্রশ্ন তোলেন ছবির অন্যতম অভিনেতা আরুষ বর্মা। ছবিতে কান্তি শরণ মুদগলের (পঙ্কজ ত্রিপাঠী) ছেলে বিবেকের চরিত্রে অভিনয় করেছেন আরুষ। অথচ এখনও নিজেই নিজের অভিনীত ছবি দেখার ছাড়পত্র পাননি তিনি, জানান আরুষ। সেন্সর বোর্ডের কাছে ‘এ’ শংসাপত্র বদলের আবেদন জানিয়ে পিটিশনও দাখিল করেন আরুষ। সমাজমাধ্যমের পাতায় সেই লিঙ্ক শেয়ার করে সবাইকে পাশে থাকার আর্জিও জানান তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement