Iskabon: প্রচারের নতুন চমক, রক্ত দিয়ে লেখা হল ছবির পোস্টার

১৭ জুন মুক্তি পেতে চলেছে ‘ইস্কাবন।’ ছবির প্রচারে নতুন ভাবনা টিমের। রক্ত দিয়ে লেখা হল পোস্টার।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ০৯:০৬
পরিচালক মন্দীপ সাহার নতুন ছবি ‘ইস্কাবন।

পরিচালক মন্দীপ সাহার নতুন ছবি ‘ইস্কাবন।

শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘উইন্ডোজ প্রোডাকশন’ হোক কিংবা দেবের প্রোডাকশন ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস।’ সিনেমার প্রচারে তাদের জুড়ি মেলা ভার। প্রতি বার নিত্যনতুন কৌশলে তাক লাগিয়েছেন দর্শকের। এ বার সেই পথেই হাঁটল টিম ‘ইস্কাবন।’

উত্তপ্ত জঙ্গলমহলে মাওবাদীদের জীবনকে কেন্দ্র করে তৈরি 'ইস্কাবন'।পরিচালক মন্দীপ সাহা। কাহিনি রাধামাধব মণ্ডলের। ছবির প্রচারে শহর জুড়ে পোস্টার। আর তাতেই নতুন চমক। যে সে পোস্টার নয়! একেবারে রক্ত দিয়ে লেখা!

Advertisement
ছবির প্রচারে শহর জুড়ে রক্ত দিয়ে লেখা পোস্টার।

ছবির প্রচারে শহর জুড়ে রক্ত দিয়ে লেখা পোস্টার।

হঠাৎ কেন এমন ভাবনা? আনন্দবাজার অনললাইনকে পরিচালক মন্দীপ বলেন, “জঙ্গলমহলের মানুষদের ইচ্ছে ছিল এমনটাই। কারণ তাদের ব্যথা, লড়াইয়ের কথাই এই ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমরা। তাই এই ভাবে সেজেছে পোস্টার। তবে কারও ক্ষতি করে কিছু করা হয়নি।”

ছবিতে অভিনয় করেছেন নবাগত সঞ্জু, অনামিকা চক্রবর্তী, সৌরভ দাস, খরাজ মুখোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, অরিন্দম গঙ্গোপাধ্যায়, দুলাল লাহিড়ী, পুষ্পিতা মুখোপাধ্যায়, সুমিত গঙ্গোপাধ্যায় প্রমুখ। কয়েক দিন আগে গ্রামেই এই ছবি দেখার সুযোগ করে দেওয়ার আর্জি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন আদিবাসীরা। ১৭ জুন মুক্তি পেতে চলেছে ‘ইস্কাবন।’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন