Ritobroto Mukherjee

Rwitobroto Mukherjee: প্রেমিক আমি কিন্তু খুবই সাধারণ, ছাপোষা: ঋতব্রত

আসছে নতুন গানের ভিডিয়ো ‘জোনাকি’। ছাপোষা প্রেমিকের চরিত্রে ঋতব্রত। নিজে প্রেমিক হিসেবে কেমন, তুলে ধরলেন অভিনেতা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জুন ২০২২ ২০:৫২
মুক্তির অপেক্ষায় ঋতব্রত-অনিন্দিতার  নতুন গানের ভিডিয়ো।

মুক্তির অপেক্ষায় ঋতব্রত-অনিন্দিতার নতুন গানের ভিডিয়ো।

নিজেই বলছেন, “আমি খুবই ছাপোষা প্রেমিক”। চার বছর হল ‘সিঙ্গল’ ঋতব্রত মুখোপাধ্যায়। সিঙ্গল হলেই বা কী! মনে মনে বেশ প্রেমিক মানুষ, দাবি অভিনেতার।

মুক্তির অপেক্ষায় তাঁর নতুন গানের ভিডিয়ো। দেবদীপ মুখোপাধ্যায়ের আদ্যোপান্ত প্রেমের গান ‘জোনাকি’। যেখানে এক ছাপোষা প্রেমিক হয়ে দেখা দেবেন ঋতব্রত। কথায় আছে, প্রেমে থাকলে নাকি মন, শরীর বেশ ভাল থাকে। এই ভিডিয়োও ঠিক তেমনই এক নিষ্পাপ প্রেমের গল্পই বলবে। জোনাকিকে ধরা যেমন কঠিন, আবার হাতের মুঠোয় ধরতে পারলে এক অদ্ভুত ভাল লাগা আর উত্তেজনা। এই প্রেমও যেন ঠিক তেমনই!

Advertisement

আনন্দবাজার অনলাইনকে ঋতব্রত বলেন, “ভিডিয়ো জুড়ে এক অনাবিল গ্রাম্য প্রেমের গল্প। তাতে কোনও শহুরে আদবকায়দা নেই। জোনাকি ধরা নিষ্পাপ প্রেম। এমন ছাপোষা প্রেমের চরিত্র কখনও করিনি।"

ঋতব্রতর দাবি, তাঁর নিজের প্রেমের ধারণাটাও খুব সহজ, সাধারণ। তাঁর কথায়, "সেই অর্থে আমিও ছাপোষা প্রেমিক। এই কাজটা করতে খুব কষ্ট করতে হয়নি। খালি প্রেমিক সত্তাটাকে ফুটিয়ে তুলতে হয়েছে।”

গানের কথা, সুর সবই দেবদীপের। আনন্দবাজার অনলাইনকে সঙ্গীতশিল্পী বলেন, “ শুধু প্রেম নয়। জোনাকির মতো নরম আলো যেন আমাদের শক্তি জোগায়, জীবনকে ইতিবাচক দিকে চালনা করে। তার মধ্যে একটা যাপন রয়েছে। ভালও রয়েছে, মন্দও রয়েছে।”

মুর্শিদাবাদের বহরমপুরে ভিডিয়োর শ্যুটিং হয়েছে। ১৭ জুন মুক্তি পাবে ‘জোনাকি।’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন