নতুন ধারাবাহিক ‘রিমলি’
ধারাবাহিকের পর্দায় এ বার কৃষকদের জীবনের গল্প। সৌজন্যে নতুন ধারাবাহিক ‘রিমলি’। সোমবার সন্ধ্যায় দেখা গেল তারই প্রথম পর্ব।
আনন্দবাজার ডিজিটালই প্রথম জানিয়েছিল, ‘ফিরকি’র পরে আরও এক জ্বলন্ত বিষয় নিয়ে কাজ করতে চলেছেন প্রযোজক স্নিগ্ধা বসু। এ বার ছোট পর্দায় কৃষিজীবিদের জীবন তুলে ধরতে চান তিনি। প্রযোজক বলেছিলেন, ‘‘আমরা বরাবরই নতুন কিছু বলার, দেখানোর চেষ্টা করি। সেই জায়গা থেকেই ছোট পর্দায় তৃতীয় লিঙ্গের মানুষদের জীবন দেখানোর সাহস করেছিলাম। এ বার বলব কৃষকদের গল্প।’’ সেই গল্পই এ বার দেখা যাবে জি বাংলায়, রোজ সন্ধ্যা ৬টার সময়ে।
কেমন সেই গল্প? ধারাবাহিকের নতুন প্রোমো ইতিমধ্যেই বলছে, কৃষকদের জীবনে নানা দিক, সুবিধে-অসুবিধে, সবই উঠে আসবে সে গল্পে। যেমন, এক বাটি পান্তা আর নুন-পেঁয়াজ-লঙ্কা বাটিতে ভরে, গামছায় বেঁধে রোজ হাসিমুখে কাজে যায় রিমলি। ধান ভানে সে। এই কাজে তার ক্লান্তি নেই। দুঃখও নেই। বরং চাপা গর্ব অনুভব করে। রিমলির বিশ্বাস, তার বাবা-কাকারা যদি নিজেদের জীবন কৃষিকাজে উৎসর্গ করতে পারেন, তা হলে সেও এক দিন এই পেশাতেই সফল হবে। বদলে দিতে পারবে বাকি কৃষকদের ভাগ্যও।
গ্রামে যখন ‘মালকিন’ এসে জলাভাব দূর করার বদলে কৃষকদের আনুগত্য দাবি করেন, রিমলি তখন এগিয়ে আসে হাল ধরতে। তাকে দেখে এগিয়ে আসেন বাকিরাও। পর্দায় এ ভাবেই সে পাশে পেয়ে যায় মালকিনের ছেলে উদয়কে। দেশের কৃষকেরাও কি আগামী দিনে এ ভাবেই পাশে পাবেন আরও অনেককে? উত্তর লুকিয়ে আছে নতুন ধারাবাহিকে।