কলকাতার মঞ্চে ‘নাথুরাম গডসে কো মরনা হোগা’! ছবি: সংগৃহীত।
কলকাতার নাটকের মঞ্চে এ বার নাথুরাম গডসে। নাট্যপ্রেমীদের কাছে অতি পরিচিত নাটক মারাঠি নাটক ‘মি নাথুরাম গডসে বল্টয়’। এই মূল নাটকের হিন্দি রূপান্তর ‘নাথুরাম গডসে কো মরনা হোগা’ কলকাতার নাট্যপ্রেমীদের মোহিত করেছে। নাটকের পরিচালনা করেছেন ভরত দভোলকর, প্রযোজনা পরিতোষ ও সেজন পেইন্টারের।
১৭ জানুয়ারি কলামন্দিরে মঞ্চস্থ হল এই নাটক। কলকাতায় যে নাট্যপ্রেমীদের অভাব নেই, তা আরও এক বার প্রমাণিত। এ দিন গোটা প্রেক্ষাগৃহ ভর্তি হয় নিমেষে। তবে শুধু কলকাতা নয়, এই নাটক সারা দেশেই সাড়া ফেলেছে। নাট্যপ্রেমীদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘নাথুরাম গডসে কো মারনা হোগা’।
এই নাটক মতাদর্শ, ইতিহাস এবং ব্যক্তিগত প্রত্যয়ের জটিল বিষয়বস্তু নিয়ে আলোচনা করে। নাটকে ভরত দাভোলকর অভিনয় করেছেন মোহনদাস করমচাঁদ গান্ধীর চরিত্রে। অন্য দিকে, অনন্ত মহাদেবন অভিনয় করেছেন গান্ধীর পুত্রের ভূমিকায়। নামভূমিকা অর্থাৎ নাথুরাম গডসের চরিত্রে নজর কাড়েন বিকাশ পাতিল। এছাড়াও অভিনয় করেছেন মোহন আজ়াদের মতো শিল্পীরা। দুই ঘণ্টার নাটকে পিন পতনের শব্দ পর্যন্ত হয়নি বলে জানা গিয়েছে। একাধিক বিশ্বমানের নাটক নির্দেশনা ও মঞ্চস্থ করার আয়োজন করেছিল ‘অনামিকা কলা সঙ্গম’।