SSC Recruitment

‘ভুলবশত’ যোগ্যদের তালিকায় ববিতার নাম! বাদ দিতে স্কুল শিক্ষা দফতরকে চিঠি দিল এসএসসি

সদ্য স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) প্রকাশিত ‘যোগ্য’দের তালিকা ববিতার সরকারের নাম কী করে এল, জলঘোলা শুরু হয়েছিল তা নিয়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৭:২৮
ববিতা সরকার।

ববিতা সরকার। —ফাইল ছবি।

সুপ্রিম কোর্টের রায়ের অনেক আগেই কলকাতা হাই কোর্টের নির্দেশে তাঁর চাকরি গিয়েছিল। সদ্য স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) প্রকাশিত ‘যোগ্য’দের তালিকা সেই ববিতার সরকারের নাম কী করে এল, জলঘোলা শুরু হয়েছিল তা নিয়ে। শেষমেশ এসএসসি জানাল, ‘ভুলবশত’ ওই তালিকায় ববিতার নাম থেকে গিয়েছে।

Advertisement

উচ্চ আদালতের নির্দেশে রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যা অঙ্কিতা অধিকারীর জায়গায় ববিতাকে নিয়োগ করা হয়েছিল মেখলিগঞ্জের ইন্দিরা বালিকা উচ্চ বিদ্যালয়ে। অঙ্কিতার চাকরি গিয়েছিল ববিতার করা মামলাতেই। পরে সেই ববিতাও চাকরি হারান। আর এক চাকরিপ্রার্থী, শিলিগুড়ির অনামিকা রায় মেধা তালিকার ভিত্তিতে সেই চাকরি পাওয়ার যোগ্য বলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলায় ববিতার চাকরি পেয়েছিলেন অনামিকা। বুধবার স্কুল পরিদর্শকদের দফতর হয়ে স্কুলগুলির কাছে যে যোগ্যদের তালিকা পাঠানো হয়েছে, তাতে ববিতার নাম ছিল। তা নিয়েই বিতর্ক।

এসএসসি সূত্রের বক্তব্য, যান্ত্রিক সমস্যার কারণে ববিতার নাম যোগ্যদের তালিকায় রয়ে গিয়েছে। তাঁর নাম বাদ দিতে বলা হয়েছে স্কুল শিক্ষা দফতরকে। এই মর্মে শিক্ষা দফতরকে চিঠিও দেওয়া হয়েছে। শুধু ববিতাই নয়, আরও কয়েক জনের ক্ষেত্রে এই ভুল হয়েছে। তাঁদের সকলেরই নাম বাদ দিতে বলা হয়েছে শিক্ষা দফতরকে।

এ প্রসঙ্গে ববিতা বলেন, ‘‘আমাদের নিয়ে ছেলেখেলা চলছে। ওরা কি আদৌ নিজেদের দায়িত্ব পালন করছে? এসএসসি দফতরটাকেই তুলে দেওয়া উচিত।’’

Advertisement
আরও পড়ুন