Diljit Dosanj & Sunidhi Chauhan

‘জনপ্রিয়তা পেলে সবাই বদলে যায়’, দিলজিৎ ও সুনিধিকে নিয়ে বিস্ফোরক দাবি বর্ষীয়ান শিল্পীর

২০১১ সালে তাঁর সঙ্গেই প্রথম কাজ করেছিলেন দিলজিৎ। কিন্তু আজ নাকি জনপ্রিয়তা পেয়ে তাঁকে ভুলেই গিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন গুড্ডু।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১৭:৪২
Music Director Guddu Dahnoa claimed that Diljit Dosanj and Sunidhi Chauhan have changed after gaining popularity

সুনিধি ও দিলজিৎকে নিয়ে বিস্ফোরক দাবি। ছবি: সংগৃহীত।

খ্যাতি পাওয়ার পরে নিজের অতীত ভুলে গিয়েছেন দিলজিৎ দোসাঞ্জ। একই অবস্থা সুনিধি চৌহানেরও। এমনই দাবি করলেন সঙ্গীত পরিচালক গুড্ডু ধনোয়া। ২০১১ সালে তাঁর সঙ্গেই প্রথম কাজ করেছিলেন দিলজিৎ। কিন্তু আজ নাকি জনপ্রিয়তা পেয়ে তাঁকে ভুলেই গিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন গুড্ডু।

Advertisement

২০১১ সালে এক পঞ্জাবি ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন তিনি। গাইয়েছিলেন দিলজিৎকে দিয়ে। কিন্তু এখন গায়ক বদলে গিয়েছেন। এক সময়ে সুনিধি চৌহানও তাঁর পা ছুঁয়ে প্রণাম করতেন। কিন্তু এখন তাঁর ফোন ধরেন না। জনপ্রিয়তা পাওয়ার পরে মানুষ কেন বদলে যায়, তা গুড্ডু কিছুতেই বুঝতে পারেন না।

গুড্ডু বলেছেন, “এখনও মনে আছে, আমরা ‘বিচ্ছু’ ছবির শুটিং করছিলাম। ১৪-১৫ বছরের সুনিধি গেয়েছিল ‘এক ভারি তক লে’। আমি শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমার পা ছুঁয়ে প্রণাম করেছিল। আমি ওকে কাছে টেনে নিয়েছিলাম। কিন্তু মানুষ পরে এগুলো ভুলে যায়। কয়েক দিন আগে আমি ওকে ফোন করেছিলাম। ফোন ধরেনি। কোনও উত্তরও দেয়নি আর।”

ক্ষোভ প্রকাশ করে গুড্ডু বলেছেন, “শুরুর সময়ে পা ছুঁয়ে প্রণাম করছ। জড়িয়ে ধরছ। ‘গডফাদার’ বলে ডাকছ। তার পরে নিজে খ্যাতি পাওয়ার পরে সবাই বদলে যাচ্ছ।” বর্ষীয়ান সঙ্গীত পরিচালকের এই দাবি নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়াই দেননি সুনিধি বা দিলজিৎ, কেউই।

Advertisement
আরও পড়ুন