UBKV Recruitment 2025

চা সম্পর্কিত গবেষণা প্রকল্পে গবেষক নিয়োগ করবে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ের রিজিওনাল রিসার্চ স্টেশনের একটি গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তের জন্য প্রতি মাসে ২০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ২০:৪৬
Uttar Banga Krishi Viswavidyalaya.

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের রিজিওনাল রিসার্চ স্টেশনের একটি গবেষণা প্রকল্পে কর্মখালি রয়েছে। ওই প্রকল্পে এক জন প্রজেক্ট ফেলো প্রয়োজন।

Advertisement

২৮ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত চুক্তির ভিত্তিতে ওই প্রকল্পে কাজ করতে হবে। প্রকল্পের নাম “টু ইভালুয়েট দ্য বায়ো-এফিকেসি অফ এসসিআইএলএইচ ৮ সিই অ্যান্ড এসসিআইএলএইচ ১০ এসই এগেনস্ট উইড ফ্লোরা ইন টি”।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের অ্যাগ্রোনমি, এগ্রিকালচারাল ইকোনমিক্স, সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচারাল কেমিস্ট্রি, এগ্রিকালচারাল এক্সটেনশন বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে।

আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য বিশ্ববিদ্যালয়ের কোচবিহার ক্যাম্পাসে ১৬ এপ্রিল বেলা ১টার আগে উপস্থিত থাকা প্রয়োজন। এই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন