রোহিত শর্মা। — ফাইল চিত্র।
হাঁটুর চোটের কারণে লখনউয়ের বিরুদ্ধে খেলতে পারেননি রোহিত শর্মা। সোমবার বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে তারা? সেই ম্যাচে কি পাওয়া যাবে রোহিত শর্মাকে? প্রাক্তন অধিনায়ককে মুখ খুললেন কোচ মাহেলা জয়বর্ধনে। তবে বেঙ্গালুরুর বিরুদ্ধে রোহিত খেলবেন কি না, তা নিয়ে ধোঁয়াশাই রেখেছেন।
লখনউ ম্যাচের পর জয়বর্ধনে বলেছেন, “অনুশীলনের সময় রোহিতের হাঁটুর ঠিক নীচে জোরে আঘাত লেগেছিল। গত কাল (বৃহস্পতিবার) ব্যাট করার চেষ্টা করেছিল। কিন্তু পায়ের উপর চাপ দিতে পারছিল না। আজ (শুক্রবার) এসে ফিটনেস পরীক্ষা দিয়েছিল। তার পরেও ব্যাট করতে সমস্যা হচ্ছিল ওর। পায়ের উপর একটুও ওজন গিতে পারছিল না। নিজেই জানায় যে ও ১০০ শতাংশ ফিট নয় লখনউ ম্যাচ খেলার জন্য। তাই ঝুঁকি নিয়ে ওকে খেলাতে চাইনি। কয়েক দিন বিশ্রাম দিতে চেয়েছি।”
চার ম্যাচে মাত্র একটি জিতেছে মুম্বই। এর পরেই বিরাট কোহলিদের বিরুদ্ধে বড় ম্যাচ। কেন হারতে হল লখনউয়ের বিরুদ্ধে? জয়বর্ধনে স্বীকার করলেন, “আমরা বেশ কয়েকটা ভুল করেছি। বিশেষ করে ব্যাটিংয়ের সময়। ওদের ১৫-২০ রান কম করতে দেওয়া দরকার ছিল। শুরুর দিকে উইকেট হারিয়েও আমরা যে ভাবে খেলছিলাম, সেটা গোটা ম্যাচে ধরে রাখা দরকার ছিল। আমরা পারিনি।”
জয়বর্ধনে জানিয়েছেন, প্রতিযোগিতার শুরুতে তাঁদের তিনটি অ্যাওয়ে ম্যাচ খেলতে হয়েছে। তিনটিতেই হেরেছেন। বাকি প্রতিযোগিতায় হোম ম্যাচ তো বটেই, অ্যাওয়ে ম্যাচেও ভাল খেলতে হবে তাঁদের।