Milind Soman

পুরুষদের বাসন মাজায় উৎসাহিত করতে কালো সাবান? বিজ্ঞাপনী প্রচারে সমালোচনার মুখে মিলিন্দ

বাসন মাজার কাজে শুধু নারীদের দেখতেই অভ্যস্ত এ সমাজ? এ বার উৎসাহ পাবেন পুরুষরাও। কালো, পুরুষালি সাবানের প্রচার মিলিন্দের।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ ১৮:৩৭
সাবানের গুণাগুণ বলতে থাকেন অভিনেতা। তাঁর মুখ থেকেই শোনা যায়, কালো সাবান পৌরুষের প্রতীক। যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

সাবানের গুণাগুণ বলতে থাকেন অভিনেতা। তাঁর মুখ থেকেই শোনা যায়, কালো সাবান পৌরুষের প্রতীক। যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ফাইল চিত্র

প্রসাধনী, শ্যাম্পুর পর এ বার বাসন মাজার সাবানেও লিঙ্গভেদ? মিলিন্দ সোমন অভিনীত এক বিজ্ঞাপনী ছবি দেখে সমালোচনার ঝড় সমাজমাধ্যমে।

ভিডিয়োতে দেখা যায়, হাতে তরল সাবানের বোতল নিয়ে প্রচারে নেমেছেন মিলিন্দ। সাবানের রং কালো, যা কিনা বিশেষ ভাবে তৈরি পুরুষদের জন্যই। ভিডিয়ো শুরু হচ্ছে জিমের এক দৃশ্য দিয়ে। সেখানে এক ক্লান্ত যুবক বড়াই করছিলেন, গত রাতের সব বাসন তিনি একাই মেজেছেন। মাকেও মাঝেমাঝে সাহায্য করেন বলে কৃতিত্ব নিতে চাইছিলেন। সে সময় হাততালি দিয়ে ওঠেন মিলিন্দ। এক পাঁজা বাসন ধুতে যাচ্ছিলেন তিনিও। সে সব নামিয়ে রেখে জনপ্রিয় সংস্থার বাসন মাজার এক তরল সাবান তুলে ধরেন তিনি। জিমে সবাই পুরুষ। তাঁদের উদ্দেশে সাবানের গুণাগুণ বলতে থাকেন অভিনেতা। তাঁর মুখ থেকেই শোনা যায়, কালো সাবান পৌরুষের প্রতীক। যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

Advertisement

এক দল বলতে চাইলেন, “আবার ব্যবসার পন্থা! নারী-পুরুষ বিভাজনে উঠে পড়ে লেগেছে সাবান সংস্থা। মিলিন্দও তাতে নিজেকে জড়ালেন?” ক্ষুব্ধ একাংশ। কেউ বললেন, “অন্য রঙের সাবান ব্যবহার করতে পুরুষদের গায়ে লাগছিল বুঝি?” আবার কেউ ঘুরিয়ে প্রশ্ন করলেন, “কালো আর পুরুষ কী ভাবে সমার্থক? এতে গর্বেরই বা কী আছে?”

যদিও ভিডিয়োটি সৎ উদ্দেশ্যে তৈরি করা বলেই দাবি নির্মাতাদের। নারীর সঙ্গে হাত মিলিয়ে পুরুষরাও যাতে সংসারের কাজে এগিয়ে আসেন, এবং এ কাজে গর্ব অনুভব করেন, তারই প্রয়াস এটি বলে জানান তাঁরা।

এ দিকে শোরগোলের মাঝে কেউ কেউ সংস্থার দেওয়া লিঙ্কে ক্লিক করে সাবান কিনতে গিয়ে দেখেন, সেটি পাওয়া যাচ্ছে না। কালো সাবান কি আদৌ হাতে আসবে? তা নিয়ে বিপুল চর্চা নেটদুনিয়ায়।

Advertisement
আরও পড়ুন