Manisha Koirala

কেঁপে উঠছে মাটি, হেঁটে চলেছেন অভিনেত্রী! ভূমিকম্পের সকালে কী করলেন মনীষা কৈরালা?

এই মুহূর্তে মনীষা রয়েছেন মাতৃভূমি নেপালে। মঙ্গলবার সকালে কাঠমান্ডুর এক শরীরচর্চা কেন্দ্রে দেখা যায় তাঁকে। ট্রেড মিলে হাঁটতে হাঁটতে মনীষা একটি ভিডিয়ো করেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১৪:৪১
Image of Manisha Koirala

নেপাল রাজ পরিবারের সদস্য মনীষা কৈরালার বলিউড সফর শুরু হয় ১৯৯১ সালে। ছবি: সংগৃহীত।

তীব্র ভূমিকম্প, প্রথম ধাক্কার পরও আফটারশকে ৪০ বার কেঁপে উঠেছে দেশ। তবু বিরাম নেই শরীরচর্চায়!

Advertisement

এমনই বার্তা দিলেন ৫৪ বছরের মনীষা কৈরালা। মঙ্গলবার ৭.১ তীব্রতার জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে তিব্বত। যার প্রভাব পড়ে নেপাল, ভুটান এবং ভারতেও। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শিগাতসের এই ভূমিকম্পে মৃত্যু হয়েছে ৫৩ জনের, ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত আট লক্ষ মানুষ। ভূমিকম্পের উৎসস্থল তিব্বতের তিংরি প্রদেশে। এই অঞ্চলটিকে এভারেস্টের উত্তরের প্রবেশদ্বার হিসাবে দেখা হয়।

এই মুহূর্তে মনীষা রয়েছেন মাতৃভূমি নেপালে। মঙ্গলবার সকালে কাঠমান্ডুর এক শরীরচর্চা কেন্দ্রে দেখা যায় তাঁকে। ট্রেডমিলে হাঁটতে হাঁটতে মনীষা একটি ভিডিয়ো করেন। ঘন নীল জ্যাকেট, মানানসই টুপি আর গোলাপি স্কার্ফে মনীষাকে দেখা গিয়েছে শরীরচর্চা করতে। ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভিডিয়ো প্রকাশ করে ‘হ্যাশট্যাগ আর্থকোয়েক’ জুড়ে তিনি লিখেছেন, “সকালে ভূমিকম্প আমাদের জাগিয়ে দেওয়ার পরে!!’

Manisha koirala hits gym in Nepal hours after 7 magnitude earthquake

সমাজমাধ্যমে নিজের শরীরচর্চার ভিডিয়ো ভাগ করে নিয়েছেন মনীষা। ছবি: সংগৃহীত।

এ দিন সকাল সকাল ৯টা ৫ মিনিট নাগাদ কেঁপে ওঠে কাঠমান্ডু। গত কয়েক বছরে নেপালে ভূমিকম্প খুবই স্বাভাবিক একটি ঘটনা হয়ে উঠেছে যেন। ২০১৫ সালে ৭.৮ তীব্রতার ভূমিকম্পে সে দেশে প্রাণ গিয়েছিল প্রায় ৯ হাজার মানুষের। তার পর থেকে ছোটখাটো ভূমিকম্প লেগেই রয়েছে।

মনীষা কৈরালা নেপাল রাজপরিবারের সদস্য। ভারতে তাঁর অভিনয়জীবন শুরু হয় ১৯৯১ সালে সুভাষ ঘাইয়ের ‘সওদাগর’ ছবি দিয়ে। ১৯৯৪ সালে বিধু বিনোদ চোপড়ার ‘১৯৪২: আ লাভ স্টোরি’ ছবি থেকে তাঁর উত্থান। ২০১২ সালে অভিনেত্রীর শরীরে ক্যানসারের উপস্থিতি ধরা পড়ে। যদিও দীর্ঘ চিকিৎসার পর এখন ভাল আছেন তিনি। ফিরেছেন বলিউডেও। ২০২৪ সালে সঞ্জয় লীলা ভন্সালীর ‘হীরামন্ডী’তে তাঁর ‘মালিকাজান’ চরিত্রটি নতুন করে আলো ফেলেছে।

Advertisement
আরও পড়ুন