Mandira Bedi

‘বাকি জীবনটা শোকেই কেটে যাবে’, মনোবিদের সাহায্য নিয়েছেন, তাও কেন বিষণ্ণ মন্দিরা?

বিশেষ করে রাজ চলে যাওয়ার পরে, প্রথম জন্মদিন, প্রথম মৃত্যুদিন বা অন্য কোনও বিশেষ দিন সবচেয়ে যন্ত্রণাময়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৪ ১৯:০৮
Mandira Bedi said that she still cannot forget his husband Raj Kaushal

মন্দিরা বেদী। ছবি-সংগৃহীত।

স্বামী রাজ কৌশলকে আজও ভুলতে পারেননি অভিনেত্রী মন্দিরা বেদী। ২০২১ -এ আকস্মিক মৃত্যু হয় রাজের। তার পরে একটা বছর জীবনের সবচেয়ে কঠিন সময় বলে মনে করেন মন্দিরা।

Advertisement

রাজের মৃ্ত্যুর পরের এক বছর জীবন খুব কঠিন হয়েছিল বলে এক সাক্ষাৎকারে জানান মন্দিরা। কিন্তু তার পর কী ভাবে এই বাস্তবের সঙ্গে নিজেকে মানিয়েছেন? মন্দিরা জানান, তাঁর সন্তানরাই মনের জোর দিয়েছে। তবু প্রতিদিনই স্বামীকে মনে পড়ে। তিনি বলেন, “এমন নয় যে আমরা ওকে ভুলে গিয়েছি। প্রথম বছরটা খুব খুব কঠিন ছিল। এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াই অসম্ভব ছিল।”

বিশেষ করে রাজ চলে যাওয়ার পরে, প্রথম জন্মদিন, প্রথম মৃত্যুদিন বা অন্য কোনও বিশেষ দিন সবচেয়ে যন্ত্রণাময় হয়ে উঠত। ক্রমশ একটা করে বছর যাচ্ছে, আর তাঁরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শিখছেন। জানান মন্দিরা।

আবার কখনও গান শুনেও মনে পড়ে যায় রাজকে। তিনি বলেন, “এমনও হয়, একটা গান শুনেই হয়তো ওর কথা মনে পড়ে গেল। আমি মনোবিদের সাহায্য নিয়েছি। দরকার ছিল।” রাজ মারা যাওয়ার ২ মাস পরে কাজে যোগ দেন মন্দিরা। পরিবার ও সন্তানদের কথা মাথায় রেখেই ফের স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করেন তিনি।

রাজের কিছু জিনিস এখনও ব্যবহার করেন মন্দিরা। স্ম‌ৃতি আঁকড়ে বাঁচতে চান। রাজের একটি পুরনো গাড়ি আজও ব্যবহার করছেন তিনি। বিক্রি করতে গেলেই কান্না পায় বলে জানান মন্দিরা। তাঁর কথায়, “জীবনের বাকিটা ওর প্রতি শোক করেই কাটিয়ে দেব।”

Advertisement
আরও পড়ুন