Entertainment News

অভিনেত্রীকে ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার দক্ষিণী অভিনেতা সিদ্দিকি

চলতি বছরেই অগস্ট মাসে সিদ্দিকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়। অভিযোগ আনেন এক অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ১৬:২৬
Malayalam actor Siddique arrested for misbehaving with an actress in 2016 d

গ্রেফতার অভিনেতা সিদ্দিকি। ছবি: সংগৃহীত।

ফের চলচ্চিত্র জগতে যৌন হেনস্থার ঘটনা। কর্মক্ষেত্রে যৌন হেনস্থার ঘটনা রুখতেই দক্ষিণী চলচ্চিত্র জগতে গঠন করা হয় হেমা কমিশন। সেই হেমা কমিশনের রিপোর্টে পেশ করা হয় একাধিক হেনস্থাকারীর নাম। এ বার যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হলেন মালয়ালম ছবির অভিনেতা সিদ্দিকি। শুক্রবার গ্রেফতার করা হয় তাঁকে। খুব শীঘ্রই অভিনেতাকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

Advertisement

চলতি বছরের অগস্ট মাসে সিদ্দিকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ আনেন এক অভিনেত্রী। অভিযোগকারীর দাবি, ২০১৬ সালে তাঁকে হেনস্থা করেছিলেন সিদ্দিকি। অগস্ট মাসে অভিযোগ দায়ের হওয়ার পরে ‘অ্যাসোসিয়েশন অফ মালয়ালম মুভি আর্টিস্টস্’-এর সাধারণ সভাপতি পদ থেকে ইস্তফা দেন তিনি।

মাস কয়েক আগেই যৌন হেনস্থার ঘটনা নিয়ে অনেকেই মুখ খুলেছিলেন। সেই সময়েই সিদ্দিকির নামেও অভিযোগ দায়ের করা হয়। তবে কেরল পুলিশের কাছে চিঠি লিখে এই অভিযোগ অস্বীকার করেছিলেন সিদ্দিকি। সেই চিঠিতে সিদ্দিকি লিখেছিলেন, “‘সুখমৈরিকাট্টে’ ছবি মুক্তির আগে প্রদর্শনের সময় এক দিনই অভিযোগকারী অভিনেত্রীকে দেখেছিলাম আমি। সময়টা ২০১৬ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি। নিজের বাবা-মায়ের সামনেই সে দিন তিনি আমার সঙ্গে কথা বলেছিলেন। প্রথমত, সে দিন কোনও ধর্ষণের ঘটনাই ঘটেনি। সাড়ে আট বছর পরে তিনি এই অভিযোগ এনেছেন। শারীরিক যৌন হেনস্থা বা মৌখিক ভাবে যৌন হেনস্থার কোনও ঘটনাই ঘটেনি।”

এই ঘটনার প্রেক্ষিতেই ৬ ডিসেম্বর গ্রেফতার করা হল সিদ্দিকিকে। উল্লেখ্য, অগস্ট মাসেই মালয়ালম পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

Advertisement
আরও পড়ুন