Mahesh Babu

‘ফোন পে’-তে কণ্ঠ দিয়েছেন মহেশ বাবু, তিনটি শব্দ বলার জন্য কত টাকা নিয়েছেন দক্ষিণী তারকা?

অনলাইন টাকা আদান-প্রদানকারী অ্যাপ ‘ফোন পে’-তে কণ্ঠ দিয়েছেন অভিনেতা। টাকা আদানপ্রদান হলেই বাজবে মহেশ বাবুর কণ্ঠস্বর। এই কাজের জন্য কত টাকা পারিশ্রমিক পেয়েছেন মহেশ বাবু?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪২
Mahesh Babu Charges 5 Crores For Saying Just Three Words

মহেশ বাবু। ছবি: সংগৃহীত।

বলিউড ইন্ডাস্ট্রি তাঁকে উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবে না। তাই দক্ষিণী ইন্ডাস্ট্রিতেই থাকতে চান তিনি। বছরখানেক আগে প্রকাশ্যেই মনের কথা বলেছিলেন তেলুগু ছবির তারকা মহেশ বাবু। তেলুগু তারকার এমন মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছিল। অনেকেই পাল্টা তোপ দেগেছিলেন মহেশের বিরুদ্ধে। প্রশ্ন উঠেছিল, বলিউডে ‘উপযুক্ত’ পারিশ্রমিক না হয় পাবেন না, কিন্তু তেলুগু ছবি থেকেই বা কত টাকা রোজগার করেন মহেশ?

Advertisement

দক্ষিণী ইন্ডাস্ট্রির এই তারকা নাকি রোজগারের দিক থেকে দেশের প্রথম সারির অভিনেতাদের মধ্যে রয়েছেন। সূত্রের খবর, প্রতি ছবি থেকে মহেশ বাবু ৫০ কোটির কম পারিশ্রমিক নেন না। যদিও পারিশ্রমিক ছবির বাজেটের উপর নির্ভর করে। তবে মহেশবাবুকে ভাবার আগে তাই বাজেট তৈরি করে নেন। মহেশবাবুর সম্পত্তি নাকি দিনে দিনে ফুলেফেঁপে উঠেছে। সিনেমায় অভিনয় করা ছাড়াও বেশ কিছু সংস্থার মুখ তিনি। ফলে সেখান থেকেও ব্যাঙ্কে টাকা ঢোকে অভিনেতার। অনলাইন টাকা আদান-প্রদানকারী অ্যাপ ‘ফোন পে’-তে কণ্ঠ দিয়েছেন অভিনেতা। টাকা আদানপ্রদান হলেই বাজবে মহেশবাবুর কণ্ঠস্বর। এটা রেকর্ডিং করতে মহেশবাবু নিয়েছেন ৫ কোটি টাকা। শুধু তিনটি শব্দ বলেছেন তিনি। ‘থ্যাঙ্ক ইউ, বস’। ফোন পে যাঁরা ব্যবহার করেন, তাঁরা ইতিমধ্যেই মহেশ বাবুর কণ্ঠে ধন্যবাদ শুনে ফেলেছেন। এই কাজের জন্য যে পারিশ্রমিক নিয়েছেন মহেশ বাবু সেটা প্রকাশ্যে আসার পর অনেকেই বুঝেছেন, কেন বলিউডের পারিশ্রমিক নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মহেশ বাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement