abhishek chatterjee

Abhishek Chatterjee death: মাটির মানুষ ছিলেন অভিষেকদা, কখনও বুঝতে দেননি আমি জুনিয়র: মধুমিতা

‘কুসুমদোলা’ ধারাবাহিক শেষ হয়েছে চার বছর। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে মধুমিতার চোখের সামনে শুধুই পুরনো স্মৃতি। 

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২২ ১১:৪৩
‘কুসুমদোলা’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন অভিষেক এবং মধুমিতা।

‘কুসুমদোলা’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন অভিষেক এবং মধুমিতা।

ইন্ডাস্ট্রিতে তখন বয়স খুব বেশি নয় মধুমিতা সরকারের। ‘কুসুমদোলা’ ধারাবাহিকে কাজের সুযোগ পেয়েছিলেন অভিষেক চট্টোপাধ্যায়ের সঙ্গে। সেই ধারাবাহিক শেষ হয়েছে চার বছর। ছোট পর্দা থেকে বড় পর্দায় উত্তরণ হয়েছেন অভিনেত্রীর। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে মধুমিতার চোখের সামনে শুধুই পুরনো স্মৃতি।

আনন্দবাজার অনলাইনকে তিনি বললেন, ‘‘অভিষেকদার সঙ্গে আমার আলাপ ‘কুসুমদোলা’ ধারাবাহিক থেকে। ভাবতে পারিনি এত বড় মাপের একজন অভিনেতার সঙ্গে অভিনয়ের সুযোগ পাব। সেটে কখনও মনে হতে দেননি আমি অভিজ্ঞতায় অনেক জুনিয়র। সব সময় মাতিয়ে রাখতেন। কখনও কোনও শট নিয়ে প্রশ্ন থাকলে উনি বুঝিয়ে দিতেন। খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল।’’

Advertisement

অভিষেকের বাকি সহকর্মীদের মতো তাঁর অকাল প্রয়াণে স্তম্ভিত মধুমিতাও। গলা বুজে এল তাঁর, ‘‘একসঙ্গে কোনও দৃশ্য করার সময় দেখা হত ওঁর সঙ্গে। আর পাঁচ জনের সঙ্গে যতটা সহজ হয়ে কাজ করতে পারতাম, অভিষেকদার সঙ্গেও সে ভাবেই শট দিতাম। মানুষটা মাটির এত কাছাকাছি ছিলেন বলেই আমার কখনও কোনও অসুবিধা হয়নি। এই মানুষটার জন্য আগাগোড়াই আমার মনে অন্য রকম শ্রদ্ধা আছে।’’

Advertisement
আরও পড়ুন