lata mangeshkar

Lata Mangeshkar: গোদাবরীতে লতার অস্থি বিসর্জন, উপস্থিত পরিবারের সদস্যরা

গোদাবরী নদীর তীরে রামকুণ্ডে গায়িকার অস্থি বিসর্জন করা হল। সেখানে উপস্থিত ছিলেন লতার বোন গায়িকা আশা ভোঁসলে, তাঁর ভাইপো আদিনাথ মঙ্গেশকর।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ১২:৫১
নিষ্ঠা সহকারে সব ধরনের রীতিনীতি পালন করছে লতার পরিবার।

নিষ্ঠা সহকারে সব ধরনের রীতিনীতি পালন করছে লতার পরিবার।

রবিবার প্রয়াত হয়েছেন লতা মঙ্গেশকর। দিন পাঁচেক কেটেছে সবে। তাঁর চলে যাওয়ার শোক এখনও অমলিন। কিন্তু সেই ধাক্কা সামলেই নিষ্ঠা সহকারে সব ধরনের রীতিনীতি পালন করছে তাঁর পরিবার। পাপারাৎজির লেন্সে বৃহস্পতিবার ধরা পড়ল সেই ছবি।

অনুরাগীদের ভিড় কাটিয়ে বৃহস্পতিবার সকালে নাসিক পৌঁছে যান প্রয়াত গায়িকার পরিবারের সদস্যরা। গোদাবরী নদীর তীরে রামকুণ্ডে গায়িকার অস্থি বিসর্জন করা হয় বলে জানা গিয়েছ। সেখানে উপস্থিত ছিলেন লতার বোন গায়িকা আশা ভোঁসলে, তাঁর ভাইপো আদিনাথ মঙ্গেশকর।

Advertisement
আরও পড়ুন:

কোভিড আক্রান্ত হয়ে প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। সম্প্রতি অবস্থার উন্নতিও হচ্ছিল। কিন্তু গত শনিবার আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। দিতে হয় ভেন্টিলেশনে। সেখান থেকে আর ফেরানো যায়নি লতাকে।

Advertisement
আরও পড়ুন