Kunal Khemu

Kunal Khemu Birthday: জামাই কুণালকে প্রথম বার স্নানের পোশাকে দেখেছিলেন শর্মিলা! সোহা ফাঁস করেন সেই গল্প

জামাইকে প্রথমবার স্নানের পোশাকে দেখেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। অতীতে এক সাক্ষাৎকারে কুণালের স্ত্রী শর্মিলা-কন্যা সোহা আলি খান নিজেই ফাঁস করেছিলেন সেই গল্প। 

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ মে ২০২১ ১৪:২০
শর্মিলা ঠাকুর, কুণাল খেমু এবং সোহা আলি খান।

শর্মিলা ঠাকুর, কুণাল খেমু এবং সোহা আলি খান।

অভিনেতা কুণাল খেমুর সঙ্গে শর্মিলা ঠাকুরের প্রথম সাক্ষাৎ যেন কোনও কমেডি ছবির দৃশ্য! অভিনেতার ৩৮ তম জন্মদিনে ফিরে দেখা যাক সেই গল্প।

জামাইকে প্রথম বার স্নানের পোশাকে দেখেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। অতীতে এক সাক্ষাৎকারে কুণালের স্ত্রী শর্মিলা-কন্যা সোহা আলি খান নিজেই ফাঁস করেছিলেন সেই গল্প।

Advertisement

২০০৯ সালে একটি ছবির সেটে আলাপ সোহা এবং কুণালের। তার পর সেই আলাপ থেকেই বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে ভালবাসা। কুণালের সঙ্গে নিজের সম্পর্কের কথা মা শর্মিলাকে জানিয়েছিলেন সোহা। মেয়ের প্রেমিকের সঙ্গে আলাপ করতে শর্মিলা পৌঁছে গিয়েছিলেন তাঁর ছবির সেটে। তখন একটি স্নানের পোশাক পরে শট দিচ্ছিলেন কুণাল। হবু জামাইকে সেই অবস্থাতেই প্রথম দেখেছিলেন শর্মিলা। প্রথম দর্শন এমন হলেও, কুণালকে মেয়ের জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেছিলেন শর্মিলা।

২০১৩ সালে বিয়ে করেন সোহা এবং কুণাল। ২০১৭ সালে তাঁদের জীবনে আসে মেয়ে নাওমি। কাজ, খুনসুটি, ভালবাসায় দিন কেটে যাচ্ছে এই তারকা দম্পতির।

Advertisement
আরও পড়ুন