Kriti Sanon

‘প্রয়োজনের সময় সঙ্গীর তরফে একটি উষ্ণ আলিঙ্গন প্রয়োজন’, প্রেমিকের থেকে আর কী চান কৃতি?

কেউ প্রেমে পড়লে প্রতিটি মুহূর্ত ভাগ করে নিতে চায় সঙ্গীর সঙ্গে। কেউ কেউ আবার পরস্পরকে উপহারের আতিশয্যে ভরিয়ে রাখে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ২০:২২
Kriti Sanon talked about her love language in a recent interview

প্রেম নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন। ছবি: সংগৃহীত।

লন্ডন নিবাসী শিল্পপতির সঙ্গে সম্পর্কে রয়েছেন কৃতি শ্যানন, বহু দিন ধরেই বলিপাড়ায় এই জল্পনা। গত বছর গ্রিসে ছুটি কাটাতে যাওয়ার পর থেকেই এই জল্পনার সূত্রপাত। তার পরে কখনও ‘গোপন’ প্রেমিকের সঙ্গে রেস্তরাঁয় একান্তে সময় কাটিয়েছেন, আবার কখনও একসঙ্গে ধূমপান করতে দেখা গিয়েছে কৃতিকে। সম্প্রতি বড়দিন উদ্‌যাপনেও কৃতির সঙ্গেই ছিলেন তাঁর প্রেমিক কবীর বাহিয়া। যদিও নিজের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন অভিনেত্রী। তবে তাঁর সময় যে প্রেমেই কাটছে, তা স্পষ্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রেমের ভাষা জানালেন।

Advertisement

কেউ প্রেমে পড়লে প্রতিটি মুহূর্ত ভাগ করে নিতে চায় সঙ্গীর সঙ্গে। কেউ কেউ আবার পরস্পরকে উপহারের আতিশয্যে ভরিয়ে রাখে। কেউ কেউ আবার বন্ধুর মতো হাতে হাত রেখে চলে। কৃতির প্রেমের ধরন ঠিক কেমন?

প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী নিজেই। কৃতির মতে, সঙ্গীর জন্য সামান্য কিছু করার চেষ্টাকেও তিনি বড় মনে করেন। ছোট ছোট বিষয়ের মাধ্যমেই প্রেম প্রকাশ করা যায় বলে মত কৃতির। অভিনেত্রী বলেন, “ছোট ছোট বিষয় কিন্তু আমরা মনে রাখি। হতেই পারে, হঠাৎ সঙ্গীকে একটা উষ্ণ আলিঙ্গন করলেন। সেই সময় হয়তো ওই আলিঙ্গনটাই তাঁর সবচেয়ে প্রয়োজন ছিল। সকালে ঘুম থেকে উঠে একটা শুভেচ্ছা জানিয়েও প্রেম প্রকাশ করা যায়। সঙ্গীর থেকে ভালবাসা ও মনযোগ পাওয়াই বড় বিষয়। সঙ্গী যদি আপনার ছোট ছোট বিষয় মনে রাখেন, সেটা আরও ভাল বিষয়।”

তা হলে কি সঙ্গীর মধ্যে আমরা পরিবারকেই খুঁজি? উত্তরে কৃতি বলেন, “আমরা আসলে একজন ভাল সঙ্গী খুঁজি। আমাদের পরিবার কেমন হবে, সেটা তো ঈশ্বর আগেই ঠিক করে রাখে। সঙ্গী আমার পরিবার হয়ে উঠতে পারবে কি না, সেটা কিন্তু আমরাই ঠিক করি। সেটা আমাদের সিদ্ধান্ত। সঙ্গীর কাছে ফেরা অনেকটা ঘরে ফেরার মতোই হয়।”

কৃতিকে শেষ দেখা গিয়েছে ‘দো পত্তি’ নামের এক ছবিতে। দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি।

Advertisement
আরও পড়ুন