Shah Rukh Khan

‘এই পোশাক পরবে না, চুলও খোলা রাখবে না’, গৌরীর উপর কেন নিষেধাজ্ঞা জারি করেন শাহরুখ?

এখনও তাঁরা বলিউডের ‘পাওয়ার কাপল’। তবে শুরুর দিকে প্রেমের পথ নাকি খুব একটা মসৃণ ছিল না। বহু চড়াই-উতরাই পেরিয়ে একসঙ্গে হয়েছিলেন শাহরুখ-গৌরী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ১৯:২৬
Shah Rukh Khan once asked Gauri Khan not to wear white shirt as it is transparent

গৌরীকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন শাহরুখ। ছবি: সংগৃহীত।

বলিউডের সবচেয়ে শক্তিশালী দম্পতির তকমা রয়েছে তাঁদের কাছে। তারকা হয়ে ওঠার আগে থেকে গৌরী খানের সঙ্গে প্রেম শাহরুখ খানের। তার পরে কেটে গিয়েছে অনেকটা সময়। বর্তমানে তাঁরা তিন ছেলেমেয়ের বাবা-মা। কিন্তু এখনও তাঁরা বলিউডের ‘পাওয়ার কাপল’। তবে শুরুর দিকে প্রেমের পথ নাকি খুব একটা মসৃণ ছিল না। বহু চড়াই-উতরাই পেরিয়ে একসঙ্গে হয়েছিলেন শাহরুখ-গৌরী। নিজেদের বোঝাপড়াতেও সমস্যা হয়েছে একাধিক বার। এমনই এক ভিডিয়ো বর্তমানে সমাজমাধ্যমে ভাইরাল।

Advertisement

শাহরুখের অধিকারবোধ নাকি প্রবল ছিল। গৌরীর উপর নানা নিয়ম জারি করেছিলেন তিনি। কেমন পোশাক, কেমন সাজ হবে, তা-ই নিয়ে বেশ কিছু নিষেধাজ্ঞাও জারি করেছিলেন তিনি। সেই কথাই গৌরী সেই ভিডিয়োয় বলেছেন। যে কোনও ধরনের সাদা রঙের শার্ট পরা বারণ ছিল গৌরীর। কারণ শাহরুখ মনে করতেন, সাদা রঙের শার্ট খুবই স্বচ্ছ হয়। শাহরুখ বলেছিলেন, “তুমি আমার প্রেমিকা। তাই খোলা চুলে রাস্তায় বেরোনোর অনুমতি আমি দিতে পারব না। সাদা রঙের শার্টও পরতে পারবে না।”

শাহরুখ নিজেই এই পুরনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন, গৌরীকে তিনি নিয়ন্ত্রণ করতে চাইতেন। বাদশাহের স্বীকারোক্তি, “নিয়ন্ত্রণ করার জন্য আমি খুব খারাপ হয়ে গিয়েছিলাম। তবে এই খারাপ হয়ে ওঠার ব্যাপারটা আমি বেশ উপভোগ করি।” শাহরুখের এমন আচরণের সঙ্গে কী ভাবে মানিয়ে নিয়েছিলেন গৌরী? উত্তরে শাহরুখ-পত্নী বলেন, “আমি ওঁকে আমার জীবন থেকে মেরে বার করে দিই বেশ কিছু দিনের জন্য। ওর একটা শিক্ষার দরকার ছিল।” ১৯৯১ সালের ২৫ অক্টোবর গৌরীকে বিয়ে করেছিলেন শাহরুখ।

Advertisement
আরও পড়ুন