Kriti Sanon

অবশেষে প্রেমে সিলমোহর! শিল্পপতি প্রেমিক কবীর বাহিয়ার সঙ্গে কোথায় গেলেন কৃতি?

পরিবারের সঙ্গে ঘটা করে দীপাবলি পালন করেছেন অভিনেত্রী। সেখানে খুব কাছের মানুষেরাই ছিলেন কৃতিকে ঘিরে। দেখা গিয়েছে কবীরকেও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ ১৮:৩২
Kriti Sanon seen with rumoured boyfriend KAbir Bahia at airport

(বাঁ দিকে) কবীর বহিয়া, কৃতি শ্যানন (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বেশ কিছু দিন ধরে জল্পনা ছিল, লন্ডন নিবাসী শিল্পপতি কবীর বহিরার সঙ্গে সম্পর্কে রয়েছেন কৃতি শ্যানন। বলিউডে বেশ কিছু দিন ‘একাকিনী’ তকমা নিয়েই ছিলেন অভিনেত্রী। তবে গত জুলাইয়ে জন্মদিনের সময় থেকে জল্পনা শুরু হয় কৃতির সম্পর্ক নিয়ে। অবশেষে সেই প্রেমেই সিলমোহর দিলেন অভিনেত্রী। প্রকাশ্যে কবীর বহিয়ার সঙ্গে ধরা দিলেন কৃতি।

Advertisement

পরিবারের সঙ্গে ঘটা করে দীপাবলি পালন করেছেন অভিনেত্রী। তবে সেই উদ্‌যাপনে ছিল একেবারেই ঘনিষ্ঠ পরিমণ্ডল। দেখা যায় কবীরকেও। ছবি থেকেই স্পষ্ট হয়ে যায়, গুঞ্জন শুধু নয়। সত্যিই সম্পর্কে রয়েছেন তাঁরা। আর এ বার প্রকাশ্যে এসে সেই জল্পনাই স্পষ্ট করলেন অভিনেত্রী। সেই ভিডিয়ো ছড়িয়েছে নেটপাড়ায়।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, কৃতির পরনে কালো শর্টস ও কালো টপ। তার উপরে চাপিয়ে নিয়েছেন রংচঙে জ্যাকেট। পায়ে স্নিকার্স। বিমানবন্দরে হাজির কৃতি। ছবিশিকারিদের ক্যামেরায় ধরা দেন তিনি। তবে নেটাগরিকের চোখ এড়ায় না কিছুই। কিছুটা দূরেই দাঁড়িয়ে ছিলেন কবীর। তাঁর পরনে কালো টিশার্ট ও ডেনিম প্যান্ট। দীপাবলি একসঙ্গে কাটিয়ে একসঙ্গে ছুটি কাটাতে চললেন তাঁরা? প্রশ্ন তুলেছেন নেটাগরিকেরা।

জন্মদিনে মাইকোনস নামে গ্রিসের এক দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন কৃতি। সেখানেই কবীরের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছিলেন অভিনেত্রী। দেখা গিয়েছিল, একটি পার্টিতে বেশ সুখী সময় কাটাচ্ছেন যুগলে। তাঁদের অজান্তেই সেখানে উপস্থিত কেউ ছবি তুলেছিলেন।

কিছু দিন আগেই মুক্তি পেয়েছে কৃতির ছবি ‘দো পত্তি’। দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। অভিনয় প্রশংসিত হলেও ছবিটির সমালোচনা হচ্ছে নেটপাড়ায়। এই ছবিতেই পুলিশের চরিত্রে অভিনয় করেছেন কাজল।

Advertisement
আরও পড়ুন