Bengali Television

‘রোশনাই’ ধারাবাহিকে নায়িকা বদল! অনুষ্কার ছেড়ে যাওয়া জুতোয় পা গলাতে চলেছেন তিয়াশা?

গুঞ্জনের সত্যতায় সিলমোহর দিয়েছেন তিয়াশা। জানিয়েছেন, লীনা গঙ্গোপাধ্যায়ের জন্য ছেড়ে যাওয়া জুতোয় পা গলাতেও আপত্তি নেই তাঁর।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৪:৫৬
(বাঁ দিকে) তিয়াশা লেপচা। অনুষ্কা গোস্বামী (ডান দিকে)।

(বাঁ দিকে) তিয়াশা লেপচা। অনুষ্কা গোস্বামী (ডান দিকে)। ছবি: ফেসবুক।

মঙ্গলবার রাত থেকে টলিপাড়ায় গুঞ্জন, স্টার জলসার ধারাবাহিক ‘রোশনাই’-এর নায়িকা নাকি বদলে যাচ্ছে। ধারাবাহিকে নায়ক শন বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে এত দিন অভিনয় করেছেন অনুষ্কা গোস্বামী। গুঞ্জন, তাঁর জায়গায় নাকি আসছেন তিয়াশা লেপচা। তিনি ‘কৃষ্ণকলি’, ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই জনপ্রিয়।

Advertisement

কেন ধারাবাহিকের নায়িকা বদল? কেনই বা সরে যাচ্ছেন অনুষ্কা? জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল ধারাবাহিক ‘গাঁটছড়া’-খ্যাত অভিনেত্রীর সঙ্গে। একাধিক বার চেষ্টার পরেও তিনি ফোনে অধরা। এর পর যোগাযোগ করা হয় ধারাবাহিকের প্রযোজক শৈবাল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি গুঞ্জনের সত্যতায় সিলমোহর দিয়েছেন। বলেছেন, “এই ধরনের বদল আকছার বড় কিংবা ছোট পর্দায় ঘটছে। ব্যক্তিগত সমস্যার জন্যই অনুষ্কা আর অভিনয় করতে পারছেন না। সে কথা আমাদের জানাতে আমরা নতুন নায়িকার খোঁজ শুরু করেছি।” তিয়াসার প্রসঙ্গ তুলতেই মুখে কুলুপ শৈবালের।

আনন্দবাজার অনলাইন এর পর যোগাযোগ করে তিয়াশার সঙ্গে। ফোনে তাঁর গলায় উচ্ছ্বাস। প্রশ্ন রাখতেই তিনি বলেছেন, “হ্যাঁ, খবর সত্যি। ‘রোশনাই’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে আমি আসছি।” এই ধারাবাহিকের কাহিনি-চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়। তিয়াশা জানিয়েছেন, অনেক দিন ধরে লীনার সঙ্গে কাজের ইচ্ছে ছিল তাঁর। অবশেষে সেই ইচ্ছে পূরণ হচ্ছে।

পরিচিত চরিত্রে নিজেকে খাপ খাওয়ানো যথেষ্ট চাপের। তিয়াশা কি নিজের বাড়তি যত্ন নিয়ে চরিত্রের উপযোগী করে গড়ে নিচ্ছেন?

নায়িকার দাবি, তিনি যে কোনও চরিত্রে অভিনয়ের আগেই পরিশ্রম করেন। ভাল করে চিত্রনাট্য পড়েন। পরিচালকের থেকে দৃশ্য বুঝে নেন। এ ক্ষেত্রেও সেটাই করছেন। অনুষ্কার ছাড়া জুতোয় পা গলাতে কোনও অস্বস্তি ছিল? হাসতে হাসতে তিয়াশা ফের বললেন, “ওই যে বললাম, লীনাদির সঙ্গে কাজ করার খুব ইচ্ছে ছিল। ওঁর জন্য ছেড়ে যাওয়া জুতোয় পা গলাতেও কোনও আপত্তি নেই আমার।”

Advertisement
আরও পড়ুন