Koneenica Banerjee

Koneenica Banerjee: অসুস্থ কনীনিকা, কঠিন অস্ত্রোপচার করাতে চেন্নাইয়ে গেলেন অভিনেত্রী

অসুস্থ কনীনিকা। চিকিৎসা করাতে গেলেন চেন্নাই। অস্ত্রোপচার হবে সোমবার।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ জুলাই ২০২২ ১৬:৩৫
অসুস্থ কনীনিকা

অসুস্থ কনীনিকা

‘আয় তবে সহচরী’ ধারাবাহিক থেকে কি বিদায় নিচ্ছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়? শেষ ২৪ ঘণ্টায় এই একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে অভিনেত্রীর অনুরাগীদের মনে।

শনিবার নিজের শ্যুটিং ফ্লোরের বেশ কিছু ছবি ভাগ করে নেন অভিনেত্রী। লেখেন, 'সবাইকে খুব মিস করতে চলেছি। আশা করি সব ঠিক হয়ে যাবে।' হঠাৎ ঘটল কী? ধারাবাহিক থেকে কি বিরতি নিচ্ছেন? নাকি অন্য কোনও রহস্য আছে।

Advertisement

আসল সত্য জানতেই আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় কনীনিকার সঙ্গে। তিনি জানান, পুরো পরিবারকে নিয়ে আপাতত তিনি রয়েছেন চেন্নাইয়ে। মেরুদণ্ডে এক জটিল সমস্যা হয়েছে।

তাই কঠিন অস্ত্রোপচার করাতে হবে।কনীনিকার মেরুদণ্ডের কোনও অংশের হাড়ে সমস্যা দেখা দিয়েছে। অপারেশনের পর বোঝা যাবে, ঠিক কী অবস্থা দাঁড়ায়। তার পর অবশ্যই বেশ কিছু দিন বিশ্রাম নিয়ে ফিরতে পারবেন শ্যুটিংয়ে।

Advertisement
আরও পড়ুন