Pushpa 2: The Rule

নীল শাড়ি, লেবুর মালা! অল্লুর এই চেহারায় আপত্তি সৌদি আরবের! কেন কাঁচি চলল ‘পুষ্পা ২’-এ?

‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে দেখানো হয়েছে একটি লোকাচার— ‘গঙ্গাম্মা যাতারা’। এই দৃশ্যে হিন্দু দেবদেবীর চিত্রায়ন এবং নায়কের নারীবেশের অবতারণায় আপত্তি জানিয়েছে সৌদি আরবের নিয়ামক কর্তৃপক্ষ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১৭:১৮
Image of Allu Arjun

‘গঙ্গাম্মা যাতারা’র দৃশ্যে অল্লু অর্জুনের অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকের। ছবি: সংগৃহীত।

প্রায় ১৯ মিনিটের দৃশ্য ছেঁটে দেওয়া হয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল’ থেকে। এমনই জানা গিয়েছে ছবি মুক্তির সময়। তবে ভারতে নয়, এই কাঁচি চালানো হয়েছে সৌদি আরবের চলচ্চিত্র নিয়ামক সংস্থার তরফে। কিছু দিন আগে ‘সিংহম’ এবং ‘ভুলভুলাইয়া ৩’-এর ক্ষেত্রেও ছবিমুক্তি নিয়ে সমস্যা হয়েছিল সে দেশে। কাঁচি চলেছিল বেশ কিছু দৃশ্যে। এ বার জানা গিয়েছে, অল্লু অর্জুন অভিনীত ছবির একটি বড় দৃশ্য নিয়ে আপত্তি রয়েছে সৌদি কর্তৃপক্ষের। কী রয়েছে সেই দৃশ্যে? কেনই বা আপত্তি?

Advertisement

জানা গিয়েছে, ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে দেখানো হয়েছে একটি লোকাচার— ‘গঙ্গাম্মা যাতারা’। এই দৃশ্যে হিন্দু দেবদেবীর চিত্রায়ন এবং নায়কের নারীবেশের অবতারণায় আপত্তি জানিয়েছে সৌদি আরবের নিয়ামক কর্তৃপক্ষ।

‘গঙ্গাম্মা যাতারা’ হল একটি বিশেষ লোকাচার, যা মূলত অন্ধ্রপ্রদেশ, উপকূলবর্তী অন্ধ্র এবং রায়লসীমায় পালিত হয়। তিরুপতির বাসিন্দারা এই উৎসবে যোগ দেন। সেখানে গঙ্গাম্মা এক বিশেষ দেবী, যাঁকে ভগবান শ্রী ভেঙ্কটেশ্বরের ছোট বোন হিসাবে কল্পনা করা হয়। গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে প্রতি বছর মে মাসের প্রথমার্ধে এই উৎসব পালন করা হয়। যাত্রার দিনে দেবী গঙ্গাম্মার জন্য বিশেষ উপহার পাঠানো হয় তিরুমালা তিরুপতি দেবস্থানম থেকে। মনে করা হয় বোনের জন্যই বিশেষ করে শাড়ি, চুড়ি, চন্দন, কুমকুমের উপহার পাঠান স্বয়ং ভগবান শ্রী ভেঙ্কটেশ্বর। একে বলা হয় ‘পরিসু’। কিংবদন্তি বলছে, স্থানীয় এক ক্ষমতাধর ‘পালেগাড়ু’ নিয়মিত নারী নির্যাতন চালাত। এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে মহিলারা দেবী জগন্মাতার পুজো শুরু করেন। তার পরেই স্বয়ং দেবী জগন্মাতা তিরুপতির কাছে অভিলালা গ্রামে গঙ্গাম্মা নামে জন্মগ্রহণ করেন। তিলে তিলে বাড়ে সেই কন্যা। তত দিনে তাঁর উপরও নজর পড়ে পালেগাড়ুর। একদিন প্রকাশ্যে গঙ্গাম্মার হাত ধরে টানে সে। সেই সময় কুপিত দেবী গঙ্গাম্মা বিশ্বরূপ ধারণ করেন। তিন দিন ধরে লড়াই চলে। অনেকটা মহিষাসুরমর্দিনীর মতোই চলে একের পর এক বেশ ধারণ। কোনও ক্রমে পালিয়ে বাঁচে পালেগাড়ু। চতুর্থ দিনে গঙ্গাম্মা ধারণ করেন ‘দোরা’ বেশ। এই বেশের কাছেই ধরা দিতে বাধ্য হয় পালেগাড়ু। শেষ পর্যন্ত দুষ্টের দমন করেন দেবী।

দেবীর প্রতি শ্রদ্ধা জানাতেই ভক্তরা প্রতি বছর নানা রকম মঠ নির্মাণ করে মন্দিরের চারপাশে জড়ো হন। চতুর্থ দিনে কৈকলা উপজাতির পুরুষেরা শাড়ি পরে মহিলা সেজে উপাসনা করেন। ‘পুষ্পা ২’ ছবিতে অল্লু অর্জুনকেও সেই বেশেই দেখা গিয়েছে। আর সেখানেই যত আপত্তি।

Advertisement
আরও পড়ুন