Aamir Khan-Kiran Rao

আমির-কিরণের বিরুদ্ধে চুরির অভিযোগ! মধ্যপ্রাচ্যের কোন ছবির নকল ‘লাপতা লেডিজ়’?

অস্কারে দেশের প্রতিনিধিত্ব করছে কিরণ রাও পরিচালিত ছবি ‘লাপতা লেডিস’। সেই ছবির গল্পের বিরুদ্ধে উঠল নকলের অভিযোগ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ১২:৫৫
বিতর্কে জড়ালেন আমির ও কিরণ।

বিতর্কে জড়ালেন আমির ও কিরণ। ছবি: সংগৃহীত।

গত অক্টোবর মাসে অস্কারের জন্য আমির খান এবং কিরণ রাও মার্কিন মুলুকে ‘লাপতা লেডিজ়’-এর প্রচার শুরু করেন। সেই মতো বিদেশি দর্শকের কথা মাথায় রেখে ছবির নাম বদলে রাখা হয় ‘লস্ট লেডিজ়’। নিজের পরিচালিত ছবি অস্কারে দেশের প্রতিনিধিত্ব করছে বলে তিনি যে গর্বিত, সে কথাও জানিয়েছিলেন কিরণ। শেষ পর্যন্ত পুরস্কারের দৌড় থেকে ছিটকে গেলেও দেশে-বিদেশে প্রশংসা পায় সারল্যে ভরা এ ছবি। কিন্তু এ বার ‘লাপতা লেডিজ়’-এর বিরুদ্ধে উঠল গল্প চুরির অভিযোগ।

Advertisement

২০১৯ সালে মুক্তি পেয়েছিল ১৯ মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘বোরখা সিটি’। ফ্র্যাব্রিস ব্র্যাক পরিচালিত সেই ছবি থেকে প্রায় পুরোটাই নাকি টুকে ফেলেছেন কিরণ। অভিযোগ তুলতে শুরু করেছেন নেটাগরিকেরা। কিছু কিছু দৃশ্যের একেবারে হুবহু অনুকরণ করেছেন পরিচালক। ইতিমধ্যেই তারকা জুটিকে নিয়ে অসন্তোষ ছড়িয়েছে সমাজমাধ্যমে।

তবে এই প্রথম নয়। ছবি মুক্তি পরই ভারতীয় পরিচালক মহাদেবন অভিযোগ করেন তাঁর ছবি ‘ঘুঙ্গট কে পট খোল’-এর অনুকরণ এই ছবি। যদিও সেই সময় কিরণ এই বিতর্ক প্রসঙ্গে জানান, তিনি মহাদেবনের এই ছবি দেখননি। কিরণ তাঁর এই ছবিতে পিতৃতন্ত্র থেকে নারীর ক্ষমতায়ণের বিষটির উপর গুরুত্ব দিয়েছেন। প্রায় একই পদ্ধতিতে এই দুই ছবিও সেই গল্পই বলছে। যদিও ‘লাপতা লেডিজ়’ ছবি নিয়ে সৃষ্টি হওয়া নতুন এই বিতর্কে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি পরিচালক কিরণ।

Advertisement
আরও পড়ুন