Abhishek Aishwarya Divorce

বিচ্ছেদের পরিকল্পনা বাতিল, শ্যালকের বিয়েতে গিয়ে ঐশ্বর্যার সঙ্গে কী এমন করলেন অভিষেক?

সমস্ত জল্পনার অবসান। বিচ্ছেদের পরিকল্পনা বাতিল করলেন অভিষেক-ঐশ্বর্যা! শ্যালকের বিয়েতে কী ভাবে হল মিলন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ১৭:১৯
কোন উপায়ে মিল হল অভিষেক-ঐশ্বর্যার?

কোন উপায়ে মিল হল অভিষেক-ঐশ্বর্যার? ছবি: সংগৃহীত।

বছরখানেক ধরে জল্পনা চলছে— বিচ্ছেদের মুখে অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাইয়ের দাম্পত্য। আলোচনার বহর বেশি হলেও সম্পর্ক ভাঙার বিষয়ে এখনও সরাসরি মুখ খোলেননি তাঁরা। তবু আকারে-ইঙ্গিতে বুঝিয়েছেন অনেক কিছু। এরই মধ্যে ঐশ্বর্যা নিজের নামের পাশ থেকে বচ্চন পদবি সরিয়ে ফেলায় তুঙ্গে ওঠে জল্পনা। এ বার সমস্ত জল্পনার অবসান। বিচ্ছেদের পরিকল্পনা বাতিল করলেন অভিষেক-ঐশ্বর্যা। শ্যালকের বিয়েতে কী ভাবে হল মিলন?

Advertisement

বছরখানেক আগে শোনা যায়, ঐশ্বর্যা তাঁর মেয়ে আরাধ্যাকে নিয়ে বচ্চনদের বাড়ি ছেড়ে চলে যান। ওঠেন নিজের মায়ের কাছে। জুলাই মাসের শুরুতে অনন্ত অম্বানী-রাধিকা মার্চেন্টের বিয়েতে নিমন্ত্রিত ছিল গোটা বচ্চন পরিবার। ছেলে-মেয়ে, জামাই, নাতি-নাতনিকে নিয়ে বিয়েবাড়িতে ছবিশিকারিদের ক্যামেরায় ধরা দেন জয়া-অমিতাভ। পারিবারিক সেই ছবিতে দেখা যায়নি শুধু অভিষেক-কন্যা আরাধ্যা ও তার মাকে। খানিক পরে অবশ্য ঐশ্বর্যা-আরাধ্যা আসেন, ছবিশিকারিদের জন্য মিষ্টি হেসে দাঁড়ান। তার পর বচ্চনদের বিভিন্ন অনুষ্ঠানে খানিক দূরে দূরেই ছিলেন ঐশ্বর্যা।

এ বার ২০ বছরের পুরনো অভিষেক-ঐশ্বর্যার নাচ যেন ফের মিলিয়ে দিল তাঁদের। ২০০৫ সালে ‘বান্টি অউর বাবলি’ ছবিতে ‘কাজরা রে’ গানে ঐশ্বর্যা-অভিষেক-অমিতাভের নাচ ব্যাপক জনপ্রিয়তা পায়। এখনও একই রকম জনপ্রিয় এই গান। আসলে ঐশ্বর্যার তুতো ভাইয়ের বিয়েতে মেয়ে আরাধ্যাকে নিয়ে হাজির হন জুনিয়র বচ্চন। নিয়ন রঙের ঘাঘরা পরেন ঐশ্বর্যা। সাদা রঙের আনারকলিতে সাজেন আরাধ্যা। যদিও সকলের নজর কেড়ে নেন ঐশ্বর্যা-অভিষেক। কাজরা রে গানে এত বছর পর ঐশ্বর্যাকে নিয়ে নাচলেন অভিষেক। পা মেলাল মেয়ে আরাধ্যাও। এই ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ঐশ্বর্যার অনুরাগীরা। এই জুটিতে যাতে কারও নজর না লাগে সেই প্রার্থনা করেছে নেটপাড়ার একাংশ।

Advertisement
আরও পড়ুন