Monalisa Bhasle

ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরিচালক সনোজ মিশ্র, হাপুস নয়নে কাঁদছে কুম্ভমেলার মোনালিসা!

রবিবার সনোজকে গ্রেফতার করা হয়েছে। তার পরই প্রকাশ্যে এসেছে মোনলিসার একটি ভিডিয়ো। হাপুস নয়নে কেঁদেই চলেছে তরুণী। কিছুতেই থামানো যাচ্ছে না তাকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ২০:০২
MahaKumbh Girl Monalisa Crying inconsolably amid director sanoj mishra arrested in rape case

(বাঁ দিকে) সনোজ মিশ্র, মোনালিসা ভোসলে। ছবি: সংগৃহীত।

গত কয়েক মাসে জীবন বদলেছে মহাকুম্ভের মোনালিসার। মালাবিক্রেতা তরুণীকে বড় পর্দায় সুযোগ করে দেবেন বলে কথা দেন পরিচালক সনোজ মিশ্র। সেই মতো শুরু হয় মোনালিসার প্রশিক্ষণ। তার পড়াশোনা থেকে শুরু করে অভিনয় শিক্ষা— সমস্ত দায়িত্ব সনোজ তুলে নেনে নিজের কাঁধে। সেই সনোজ মিশ্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। তার ভিত্তিতে রবিবার সনোজকে গ্রেফতার করা হয়েছে। তার পরই প্রকাশ্যে এসেছে মোনলিসার একটি ভিডিয়ো, সেখানে দেখা যায় হাপুস নয়নে কেঁদেই চলেছে তরুণী। কিছুতেই থামানো যাচ্ছে না তাকে।

Advertisement

কয়েক মাস আগে সনোজ জানিয়েছিলেন, তিনি ‘মণিপুর ডায়েরি’ নামে একটি ছবি তৈরি করছেন। সেই ছবিতে মোনালিসাকে সুযোগ দিচ্ছেন। এ ছাড়াও দেশের বিভিন্ন রাজ্যে অনুষ্ঠান করাতে মোনালিসাকে নিয়ে যাচ্ছিলেন সনোজই। তাই পরিচালকের গ্রেফতারির পর থেকেই খোঁজ পড়েছে মোনালিসা। এর মাধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে মোনালিসার কান্নার ভিডিয়ো। অনেকেই ধরে নিয়েছেন, সনোজের গ্রেফতারির পরই এমন কান্না মোনালিসার। নেটাগরিকদের মধ্যে চলছে আলোচনা।

কিন্তু সত্যটি ভিন্ন। জানা গিয়েছে, এই ভিডিয়ো মাস খানেক আগের। তত দিনে মোটামুটি পরিচিতি পেয়ে গিয়েছে মোনালিসা। পরিচালক সনোজ কেতাদুরস্তও করে ফেলেছেন তাঁকে। সেই সময়ই বাড়ি থেকে কয়েক দিনের জন্য দূর যাচ্ছিল মোনালিসা। তার আগেই চোখ ভিজে যায় তার। প্রথমবার যখন বিমানে চড়েন, সে দিনও বাবাকে জড়িয়ে কেঁদে ফেলে মোনালিসা। এই ভিডিয়ো তেমনই একটা আবেগতাড়িত মুহূর্তের সময় তোলা।

Advertisement
আরও পড়ুন