অভিনেতা কিয়ানু রিভ্স। ছবি: সংগৃহীত।
২০২৩ সালে আমেরিকার বাড়ি থেকে চুরি গিয়েছিল মূল্যবান ঘড়ি। সেই ঘড়ি সম্প্রতি দক্ষিণ আমেরিকার চিলি থেকে উদ্ধার করেছে পুলিশ। রোলেক্স কোম্পানির সেই ঘড়িটি আসলে হলিউড অভিনেতা কিয়ানু রিভ্সের।
চিলির পুলিশ সূত্রে খবর, সম্প্রতি সান্তিয়াগোতে তল্লাসি চালিয়ে তারা তিনটি ঘড়ি উদ্ধার করে। যার মধ্যে একটি ঘড়িতে কিয়ানুর নামের আদ্যক্ষর লেখা। সঙ্গে ‘জন উইক ৪’ও লেখা ছিল। বলাই বাহুল্য, জন উইক সিরিজ়ের ছবিগুলি কিয়ানুর চর্চিত ছবির মধ্যে অন্যতম। খবর, ভারতীয় মুদ্রায় কিয়ানুর ঘড়িটির দাম প্রায় ৭ লক্ষ ৭০ হাজার টাকা!
জানা গিয়েছে, আমেরিকার পুলিশের অভিযোগের ভিত্তিতে চিলির পুলিশ তদন্ত শুরু করে। তার পর একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে তারা তিনটি ঘড়ি উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ একজন ২১ বছর বয়সি যুবককে গ্রেফতার করেছে।
২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত কিয়ানু অভিনীত চারটি ‘জন উইক’ মুক্তি পেয়েছে। অ্যাকশনধর্মী এই সিরিজ়ের অন্যতম আকর্ষণ কিয়ানুর উপস্থিতি। সম্প্রতি, ছবির পঞ্চম সিক্যুয়ে্লের ব্যাপারে কিয়ানু জানান, তিনি ইচ্ছুক। কিন্তু হয়তো শেষ পর্যন্ত তাঁর শরীরে ধকল সইবে না। যদিও আগামী বছর এই সিরিজ়ের পঞ্চম পর্ব মুক্তি পাওয়ার কথা। জানা যাচ্ছে, সেখানে একটি ক্যামিয়ো চরিত্রে অভিনয় করবেন কিয়ানু।