মেলবোর্নে (বাঁ দিকে) আথিয়া শেট্টি এবং অনুষ্কা শর্মা। ছবি: সংগৃহীত।
অনুষ্কা শর্মা এবং আথিয়া শেট্টির মধ্যে বন্ধুত্ব গা়ঢ় হয়েছে। সম্প্রতি মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে দুই অভিনেত্রীকে একসঙ্গে দেখা গিয়েছে। তবে, নেটাগরিকদের চর্চায় রয়েছেন আথিয়া।
বর্ডার-গাওস্কর ট্রফিতে খেলছেন অনুষ্কা এবং আথিয়ার স্বামী কেএল রাহুল এবং বিরাট কোহলি। ম্যাচ দেখতেই দুই অভিনেত্রী স্টেডিয়ামে গিয়েছিলেন। তবে তাঁদের ভিডিয়োয় নেটাগরিকদের একাংশের নজরে এসেছে আথিয়ার স্ফীতোদর।
২০২৩ সালে চারহাত এক হয় ক্রিকেট তারকা কেএল রাহুল ও আথিয়া শেট্টির। অনুষ্কা শর্মা মা হওয়ার পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, পরিবার পরিকল্পনা শুরু করেছেন রাহুল-আথিয়াও। গত ৮ নভেম্বর সমাজমাধ্যমে আথিয়া জানিয়েছিলেন তিনি মা হতে চলেছেন। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘‘আমাদের দু’জনের প্রার্থনার ফল খুব শীঘ্রই আসছে, ২০২৫-এ।’’ তার পর থেকেই অভিনেত্রী শুভেচ্ছাবার্তায় ভাসছেন।
২০১৯ সালে মুক্তি পায় আথিয়া অভিনীত ছবি ‘মোতিচুর চাকনাচুর’। তার পর থেকে অভিনেত্রী অভিনয় থেকে বিরতি নিয়েছেন। বিয়ের পর এ বার হবু সন্তানকে ঘিরেই সময় কাটবে তাঁর। অনুরাগীরা আথিয়াকে আরও এক বার পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন।