সলমনের জন্য উত্তেজিত অনুরাগীরা। ছবি: সংগৃহীত।
প্রত্যাবর্তন বোধহয় একেই বলে! ভাইজানের নতুন অবতার দেখে এমনই দাবি তাঁর অনুরাগীদের। বহু দিন ধরে চুপ সলমন খান। শুধুই নীরবে ছবির শুটিং করছিলেন আর ‘বিগবস্ ১৮’র সঞ্চালনা করছিলেন। লরেন্স বিশ্নোইয়ের একের পর এক হুমকিতে তিনি যেন নির্বিকার। কেবল নিজের নিরাপত্তাটুকুই জোরদার করেছিলেন। কোনও প্রতিক্রিয়া দেননি। সেই প্রতিক্রিয়াই নাকি দিলেন নিজের আসন্ন ছবি ‘সিকন্দর’-এর ঝলকে! অনুমান তাঁর অনুরাগীদের।
“শুনছি আমার পিছনে অনেকে ধাওয়া করে বেড়াচ্ছে। আমার শুধু পিছন ফেরার অপেক্ষা...” ঝলকে সলমনের এই সংলাপ নাকি লরেন্স বিশ্নোইের জন্যই। কৃষ্ণসার হত্যার অভিযোগ রয়েছে সলমনের বিরুদ্ধে। এই ঘটনার জন্যই সলমন লরেন্স বিশ্নোইয়ের নিশানায়। তাই ঝলকে আরও একটি বিষয় নজর কেড়েছে নেটাগরিকের। দেখা যাচ্ছে, মুখোশধারী এক শত্রুর মাথায় হরিণের মতো শিং। এই বিষয়টিও প্রতীকী মনে করছেন অনেকে।
এই ভাবেই কি তবে শত্রুদের জবাব দিচ্ছেন ভাইজান? ঝলক দেখে উত্তেজিত তাঁর অনুরাগীরা। আবহসঙ্গীতেও মজেছেন তাঁরা। এক অনুরাগী লিখেছেন, “কী দারুণ ঝলক। বুঝতেই পারছি, ইদে কী হতে চলেছে। দর্শকরা ফেটে পড়বে নিশ্চিত।” আর এক অনুরাগীর কথায়, “ভাই ফিরে এসেছে। শত্রুদের গালে সপাটে থাপ্পড়। সলমনকে কী ভাল লাগছে দেখতে। বক্স অফিসে ঝড় উঠতে চলেছে।”
অনুরাগীদের ধারণা এই ছবি সলমনের জীবনে মাইলফলক হয়ে থাকবে। ‘সিকন্দর’ ছবিতে সলমনের বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দানা ও কাজল আগরওয়ালকে। ২০২৫-এর ইদে সলমনের এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।