Katrina Kaif-Vicky Kaushal

ভিকির সঙ্গে বিয়ে বাতিল করতে চেয়েছিলেন! বিবাহবার্ষিকীতেই প্রকাশ্যে ক্যাটরিনার কাণ্ড

একসঙ্গে এই জুটিকে দেখলে মুগ্ধ হন অনুরাগীরা। কিন্তু একটা সময় নাকি বিয়ের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে চেয়েছিলেন ক্যাটরিনা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ১৭:০৮
Katrina Kaif once wanted to cancel her marriage with Vicky Kaushal

ভিকির সঙ্গে বিয়ে ভাঙতে চেয়েছিলেন ক্যাটরিনা? ছবি: সংগৃহীত।

চতুর্থ বিবাহবার্ষিকী ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশলের। এই মুহূর্তের বলিউডের অন্যতম চর্চিত দম্পতি তাঁরা। একসঙ্গে এতগুলি বছর কাটিয়ে ফেললেও পরস্পরকে প্রভাবিত করার বা নিয়ন্ত্রণে রাখার তাগিদ নেই তাঁদের। নিজেদের ব্যক্তিগত সত্তার সহাবস্থানে সফল এই দম্পতি। আবার সাদরে গ্রহণ করেছেন পরস্পরের সংস্কৃতিও। তাই একসঙ্গে এই জুটিকে দেখলে মুগ্ধ হন অনুরাগীরা। কিন্তু একটা সময় নাকি বিয়ের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছিলেন ক্যাটরিনা।

Advertisement

ভিকি নিজেই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সেই কথা। বিয়ের আগে ‘জ়রা হটকে জ়রা বচকে’ ছবির শুটিং করছিলেন। ভিকি ভেবেছিলেন, বিয়ের অনুষ্ঠান মিটে যাওয়ার দু’দিন পরেই শুটিং-এ ফিরবেন। অভিনেতা বলেন, “ছবির অর্ধেক শুটিং সেরে ফেলেছিলাম। তার পরে বিয়ের জন্য ছুটি নিয়েছিলাম। কিন্তু বিয়ের ঠিক পরেই দু’দিনের মধ্যেই আমাকে কাজে ফিরতে বলা হচ্ছিল।” এ কথা শুনেই নাকি বেজায় চটেছিলেন ক্যাটরিনা। বিয়ের পরেই যদি কাজে ফিরে যেতে হয়, তা হলে বিয়েটাই বরং বন্ধ হোক। এমন হুমকি পর্যন্ত দিয়েছিলেন অভিনেত্রী।

তবে এই হুমকি নাকি রসিকতার সুরেই দিয়েছিলেন ক্যাটরিনা। বাস্তবে কাজ ও সংসারে সমতা নিয়ে দু’জনের মধ্যে নাকি যথেষ্ট ভাল বোঝাপড়া রয়েছে। ক্যাটরিনা নাকি মাঝে মধ্যেই অতিরিক্ত ভাবনা শুরু করেন, দুশ্চিন্তায় ভোগেন, অল্পেই ঘাবড়ে যান। সেই সময় স্ত্রীকে নিমেষে শান্ত করে দেন ভিকি।

ভিকি এই মুহূর্তে তাঁর পরবর্তী ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ নিয়ে ব্যস্ত। ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছে ‘মেরি ক্রিসমাস’ ছবিতে। আগামীতে তাঁকে ‘জি লে জ়রা’ ছবিতে দেখা যাবে। তবে ছবির কাজ না থাকলে প্রচারের আলো থেকে দূরেই থাকেন তিনি। গত কয়েক দিনে বিশেষ অনুষ্ঠান ছাড়া ক্যামেরার সামনে আসেননি ক্যাটরিনা। অধিকাংশ সময়ই খুব সাদামাঠা সাজ ও চোখে রোদচশমা পরা অবস্থায় তাঁকে দেখা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন