ছোট্ট দুয়া আঁকড়ে দীপিকার কোল। ছবি: সংগৃহীত।
বেঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্জের অনুষ্ঠান দেখতে পৌঁছে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। মা হওয়ার পরে প্রথম প্রকাশ্যে এলেন সে দিনই। এ বার কন্যা দুয়াকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। ৮ সেপ্টেম্বর মা হয়েছেন দীপিকা। তার পর থেকে আড়ালে মা-মেয়ে। দীপাবলিতে কন্যা দুয়ার নূপুর পরা এক জোড়া পায়ের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। অবশেষে একরত্তিকে কোলে নিয়ে বেরোলেন মা। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করলেন ছবিশিকারিরা।
দীপিকার পরনে লম্বা লাল ম্যাক্সি ড্রেস। চেনা কায়দায় বাঁধা খোঁপা। চোখে রোদচশমা। দুয়াকে কোলে আগলে নিয়ে মুম্বই বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে উঠলেন অভিনেত্রী। তবে কন্যার মুখ কোনও ভাবেই দেখতে দিলেন না। বেঙ্গালুরু থেকে এ দিন ফিরলেন দীপিকা।
দিলজিতের অনুষ্ঠানে ঢিলেঢালা ডেনিম প্যান্ট ও টিশার্ট পরেছিলেন দীপিকা। এ দিনও তেমনই ঢিলেঢালা পোশাক বেছে নিয়েছেন তিনি। তবে দিলজিতের অনুষ্ঠানে নেটাগরিকের চোখে পড়েছে, মাতৃত্বকালে যেন সামান্য পৃথুলা অভিনেত্রী। তবে তাতে লাবণ্যে কোনও ঘাটতি পড়েনি।
চলতি বছরে ফেব্রুয়ারিতে দীপিকা ও রণবীর ঘোষণা করেছিলেন, তাঁদের সংসারে আসছে নতুন সদস্য। এর পরে মে মাসে ভোটদান পর্বে স্ফীতোদর নিয়ে প্রকাশ্যে এসেছিলেন অভিনেত্রী। সঙ্গে সঙ্গে ধেয়ে এসেছিল কটাক্ষ। হাঁটা দেখে নাকি মোটেই অন্তঃসত্ত্বা মনে হয়নি তাঁকে। এমনকি স্ফীতোদরও নাকি নকল। এমন তির্যক মন্তব্যও করেছিলেন নিন্দকেরা। তবে কোনও প্রতিক্রিয়া দেননি দীপিকা। পরে মাতৃত্বকালীন ফোটোশুটে ফের প্রকাশ করেছিলেন উন্মুক্ত স্ফীতোদরের ছবি।
গণেশ চতুর্থী উপলক্ষে ৭ সেপ্টেম্বর সিদ্ধি বিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপিকা ও রণবীর। তার পরেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হন দীপিকা। ৮ সেপ্টেম্বর কোলে আসে কন্যাসন্তান— দুয়া পাড়ুকোন সিংহ।