Vicky Kaushal

Vicky-Katrina: পুরনো প্রেমের আঘাত ভুলতে পারেননি! একটি শর্তে ভিকিকে বিয়ে করতে রাজি হন ক্যাটরিনা

ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই বিয়ের স্বপ্ন দেখেছিলেন ভিকি। সে কথা গোপন করেননি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর নায়ক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১ ১৫:২৬
সাত পাকে বাঁধা পড়েছেন ভিকি-ক্যাটরিনা।

সাত পাকে বাঁধা পড়েছেন ভিকি-ক্যাটরিনা।

হঠাৎই প্রেম এসেছিল ক্যাটরিনা কইফের জীবনে। পর্দায় যাঁর সঙ্গে জুটি বাঁধতে চেয়েছিলেন, বাস্তবেও সেই ভিকি কৌশলের সঙ্গেই গাঁটছড়া বেঁধেছেন দূর থেকে আসা নায়িকা। কিন্তু জানেন কি, ভিকির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে খানিক অনিশ্চিত ছিলেন ক্যাটরিনা? বলিউডের উঠতি নায়কের সঙ্গে সংসার পাতবেন কি না, তা নিয়ে সংশয় ছিল তাঁর মনে।

ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই বিয়ের স্বপ্ন দেখেছিলেন ভিকি। ঘনিষ্ঠ বৃত্তে সে কথা গোপন করেননি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর নায়ক। নতুন কনের এক বন্ধু সংবাদমাধ্যমকে বলেছেন, “ওদের দেখা, প্রেম বিয়ে— সবটাই খুব তাড়াতাড়ি হয়ে যায়। সম্পর্কের দু’মাসের মধ্যেই ভিকি বুঝতে পেরেছিল ও ক্যাটরিনাকে বিয়ে করতে চায়। কিন্তু ক্যাটরিনা তখনও নিশ্চিত ছিল না। অতীতের সম্পর্কের ক্ষত তখনও ওর মনে সতেজ ছিল। ও ভিকিকে পছন্দ করত। কিন্তু কিছুটা সময় চেয়ে নিয়েছিল।”

Advertisement

হাল ছাড়েননি ভিকি। ক্যাটরিনাকে রাজি করানোর চেষ্টা জারি ছিল তাঁর। প্রেমিকের অধ্যবসায়ে শেষমেশ মন গলে ক্যাটরিনার। তবে ভিকির সঙ্গে সাত পাক ঘোরার আগে একটি শর্ত রাখেন তিনি। ক্যাটরিনা চেয়েছিলেন, ভিকির কাছ থেকে তিনি যে ভালবাসা পাবেন, ঠিক ততখানিই ভালবাসা পাবেন তাঁর মা-ভাইবোনেরা। প্রেমিকার শর্ত মাথা পেতে মেনে নিয়েছিলেন ভিকি। এর পরেই তাঁর হাত ধরে ছাদনাতলায় পৌঁছন ‘সূর্যবংশী’র নায়িকা।

৯ ডিসেম্বর নিরাপত্তার কড়া ঘেরাটোপে ধুমধাম করে বিয়ে করেছেন তাঁরা। অনুষ্ঠানের পালা মিটতেই অনুরাগীদের সঙ্গে বিশেষ মুহূর্তগুলি ভাগ করে নিচ্ছেন ‘ভিক্যাট’। মঙ্গলবার সকালে ভিকির সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন নায়িকা। স্নিগ্ধ গোলাপি রঙের শিফন শাড়ি এবং ভারি গয়নায় সেজেছেন ক্যাটরিনা। স্ত্রীর পোশাকের সঙ্গে রং মিলিয়ে শেরওয়ানি বেছে নিয়েছেন ভিকি।

Advertisement
আরও পড়ুন