Kate Winslet

শ্যুটিংয়ে দুর্ঘটনার মুখে কেট উইন্সলেট, ভর্তি হলেন হাসপাতালে, কবে ফিরবেন অভিনয়ে?

ক্রোয়েশিয়ায় ঐতিহাসিক ছবি ‘লি’-র শ্যুটিং চলছিল। ছবিতে লি মিলারের চরিত্রে অভিনয় করছেন কেট। লি এককালে ‘ভোগ’ পত্রিকার মডেল ছিলেন।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩৫
কেট উইন্সলেট।

কেট উইন্সলেট। —ফাইল চিত্র।

শ্যুটিংয়ের সময় দুর্ঘটনার মুখে পড়লেন অভিনেত্রী কেট উইন্সলেট। সূত্রের খবর, হাসপাতালে ভর্তি তিনি। তবে সুস্থ রয়েছেন। চলতি সপ্তাহেই আবার ফিরবেন শ্যুটিং ফ্লোরে। ক্রোয়েশিয়ায় ছবির শ্যুটিংয়ের সময় এই দুর্ঘটনা।

একটি সংবাদমাধ্যম দাবি করেছে, শ্যুটিংয়ের সময় পা পিছলে পড়ে যান ‘টাইটানিক’-এর রোজ। তাঁকে তড়িঘড়ি কাছের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আঘাত গুরুতর নয়। চলতি সপ্তাহেই ছবির কাজে ফিরবেন।

Advertisement

ক্রোয়েশিয়ায় ঐতিহাসিক ছবি ‘লি’-র শ্যুটিং চলছিল। ছবিতে লি মিলারের চরিত্রে অভিনয় করছেন কেট। লি এককালে ‘ভোগ’ পত্রিকার মডেল ছিলেন। পরে চিত্র সাংবাদিকের চাকরি নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পত্রিকার হয়ে বহু ছবি তোলেন। ছবিটির পরিচালনা করছেন এলেন কুরাস। কেট ছাড়াও ছবিতে রয়েছেন জুড ল, মারিয়ন কোটিলার্ড, জশ ও’কনর।

Advertisement
আরও পড়ুন